আলাপ:গণচীনে তিব্বতের অন্তর্ভুক্তি

সাম্প্রতিক মন্তব্য: Bodhisattwa কর্তৃক ৯ বছর পূর্বে

প্রিয় বোধিসত্ত্ব, প্রথমেই নিবন্ধটির জন্য ধন্যবাদ জানাই। কাজ এগিয়ে চলুক। ভরসা রাখি বাংলা উইকি সুন্দর, সুলিখিত ও তথ্যবহুল একটি নিবন্ধ উপহার পেতে চলেছে। তবে এখনও পর্যন্ত যা দেখছি 'চামদোর যুদ্ধ'র সালের উল্লেখ নেই। 'ঝাং গুয়োহুয়া'র পরিচয়ের উল্লেখও দরকার। এছাড়া পরামর্শ, লং মার্চের সময় চীনা গণমুক্তিফৌজ তিব্বতের একেবারে পাশ দিয়ে অতিক্রম করেছিল। কিছু কিছু সময় কিছু কিছু জায়গায় তিব্বতের মধ্যে তারা সে'সময় প্রবেশও করে। এর ফলে তিব্বতী জনসাধারণের একটা অংশের সাথে চীনা কমিউনিস্টদের একটি যোগাযোগ গড়ে ওঠে। এরফলে তিব্বতের অভ্যন্তরেও কমিউনিস্ট আন্দোলনের প্রতি একধরণের সমর্থন গড়ে ওঠে। পরবর্তীকালে গণচীনে তিব্বতের অন্তর্ভুক্তির একধরণের পশ্চাদপট এইভাবে রচিত হয়। আমি নিতান্ত সাধারণভাবে বললাম। বিষয়টি আরও অনুসন্ধান করে প্রামান্য তথ্যসহ নিবন্ধের অন্তর্ভুক্ত করলে নিবন্ধটির মান বাড়বে বলেই আমার মনে হয়। আন্তরিক শুভেচ্ছা --Arindam Maitra (আলাপ) ১৭:৫১, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

অরিন্দম, চামদোর যুদ্ধের সাল যোগ করা হল। ঝাং গুয়োহুয়ার পরিচয় দেওয়া হল। তিব্বতীদের মধ্যে সাম্যবাদী গণমুক্তি ফৌজের প্রভাব ও সাম্যবাদী চীনের পক্ষে তিব্বতীদের সমর্থন ছিল, একথা আমি আগে বেশ কিছু জায়গায় পড়েছি বা চলচ্চিত্রগুলিতে দেখেছি, কিন্তু প্রামাণ্য তথ্য সহ নিবন্ধে দিতে আমার একটু সময় লাগবে। তোমার কাছে সেরকম প্রামাণ্য হাতের কাছে থাকলে, নিবন্ধে যোগ করে দিও। সাম্যবাদী চিন্তাধারা বা সাম্যবাদী চীনের প্রভাবাধীন কয়েকজন উল্লেখযোগ্য তিব্বতীদের জীবনী আমি কয়েকদিনের মধ্যে লিখব। আশা করি তখন কিছু তথ্য যোগ করতে পারব। নিবন্ধটিকে পড়ে গঠনমূলক মতামত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। :-) -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:২২, ১৪ জানুয়ারি ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"গণচীনে তিব্বতের অন্তর্ভুক্তি" পাতায় ফেরত যান।