আলাপ:খুলনা জেলা

সাম্প্রতিক মন্তব্য: Night Khalifa কর্তৃক ৮ বছর পূর্বে "অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে ফেলা প্রসঙ্গে" অনুচ্ছেদে

অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে ফেলা প্রসঙ্গে সম্পাদনা

খুলনা জেলা নিবন্ধে বিদ্যালয়সমূহ অংশে বেশ কিছু স্কুল কলেজের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। এভাবে খুলনা জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এখানে অন্তর্ভুক্ত করা হলে নিবন্ধটির সৌন্দর্য্যহানি হবে এবং পাঠকের জন্য গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাওয়া দুরুহ হবে। তাই আমি খুলনা জেলা নিবন্ধ থেকে স্কুল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর নাম সরিয়ে ফেলার প্রস্তাব করছি।

দ্বিতীয়ত, পর্যটন স্থান হিসেবে নিম্নোক্ত কিছু প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • বাইতুন নুর মসজিদ কমপ্লেক্স, নিউ মার্কেট, খুলনা
  • দারুল উলুম মাদ্রাসা মসজিদ, দোলখোলা-রায়পারা, খুলনা
  • নিরালা প্রধান জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা, খুলনা
  • সোনাডাঙ্গা আবাসিক জামে মসজিদ, সোনাডাঙ্গা, খুলনা
  • ময়লাপোতা মোড় জামে মসজিদ, খুলনা
  • ধর্ম সভা আর্য মন্দির, খুলনা

এই উপসনালয়গুলোর নিজস্ব কোন বিশেষত্ব নাই। তাই আমাদের সঠিক পর্যটন তালিকা তৈরী করা উচিত যা পর্যটকদের সঠিক পথনির্দেশনা দিতে পারবে। ফেরদৌসুর রহমান ১১:৪২, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

আমার মনে হয় শুধু স্কুল পর্যায়ের নামগুলো মুছে ফেলা নয়, কলেজ, স্কুল, পর্যটন কেন্দ্র সবগুলোর যেকয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলোর নাম রেখে বাকিগুলো মুছে ফেলা দরকার। কায়সার আহমাদ (আলাপ) ১১:৫৯, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
  বিরোধিতা আমার মতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকা উচিৎ। $R (আলাপ) ১২:২৫, ৩ অক্টোবর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন
"খুলনা জেলা" পাতায় ফেরত যান।