আলাপ:খলিফাদের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৯ বছর পূর্বে "হাসান ইবনে আলি(রা:)-এর নাম অপসারণ" অনুচ্ছেদে

রাশিদুন খিলাফত সম্পাদনা

খলিফাদের তালিকা শীর্ষক নিবন্ধে হযরত হাসান ইবনে আলিকে (রা:) খলিফা হিসাবে এবং খুলাফায়ে রাশিদুন-এর একজন খলিফা বলে তালিকাবদ্ধ করা হয়েছে। ইসলামের ইতিহাসে খলিফা হিসাবে হযরত হাসান ইবনে আলি(রা:)-এর নাম দেখা যায় না, তিনি কখনোই খিলাফত অর্থাৎ ইসলামী শাসনভার গ্রহণ করেন নি। এ কথা সত্য তাঁকে ৪র্থ খলিফা হযরত আলী (রা:)-এর পুত্র হিসাবে খিলাফতের উত্তরাধিকারী হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু খলিফারা উত্তরাধিকারের ভিত্তিতে নিযুক্ত হন নি। অতএব হাসান ইবনে আলি (রা:)-কে খলিফা হিসেবে প্রদর্শন ইতিহাসবিরোধী হবে বলে মনে হয়। বিষয়টি ইতোমধ্যে বিতর্কিত হলেও ৫ম খলিফা হাসান (রা:) এই দাবীর পক্ষে প্রমাণ দেখা যাচ্ছে না। যাই হোক যথাযথ প্রমাণাদি না দিলে ৭ (সাত) দিনের মধ্যে এই তালিকা সংশোধন করা সমুচিৎ হবে। -- Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:১৭, ১৪ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

হাসান ইবনে আলি(রা:)-এর নাম অপসারণ সম্পাদনা

হাসান ইবনে আলি(রা:) কখনো খলিফা হন নি; তাই খলিফাদের তালিকা থেকে তাঁর নাম অবলোপন করা হলো। -- Faizul Latif Chowdhury (আলাপ) ১৩:১৫, ২২ মে ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

"খলিফাদের তালিকা" পাতায় ফেরত যান।