আলাপ:ক্ষেত্রফল অনুযায়ী হ্রদসমূহের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ১৬ বছর পূর্বে "আয়তন/ক্ষেত্রফল" অনুচ্ছেদে

আয়তন/ক্ষেত্রফল সম্পাদনা

শুদ্ধ জ্যামিতিক পরিভাষা ব্যবহার করতে চাইলে area-র অনুবাদ ক্ষেত্রফল করতে হয়, কিন্তু বাংলা ভাষায় ভূগোলে ব্যবহৃত পরিভাষায় আসলে আয়তন-ই বেশি প্রচলিত। ক্ষেত্রফল কোথাও দেখিনি বললেই চলে। অনেকটা একটা peculiar রীতির মত। তাই মনে হয় ক্ষেত্রফল থেকে আয়তনে রিডিরেক্ট করে দেয়া উচিত। --অর্ণব (আলাপ | অবদান) ১১:১৪, ২৯ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

প্রথমে আমিও আয়তন লিখেছিলাম। পরে দেখলাম আয়তন অনুযায়ী অন্য আরেকটা তালিকা আছে। তা হচ্ছে পানির আয়তন অনুযায়ী। তাই এটিকে ক্ষেত্রফল করাম। আর দেশ বা ভূভাগের ক্ষেত্রে আয়তন লিখা উচিত, কারণ ক্ষেত্রফলের উপরের আকাশও সেই ভূ-ভাগের অন্তর্ভুক্ত। কিন্তু আকাশপথ হ্রদের অর্ন্তভুক্ত নয়। এই যুক্তিতেও এটিকে ক্ষেত্রফল লিখা যায়। -- মুহাম্মদ ০০:২৮, ৩০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
দেশ বা ভূভাগ আকাশের জন্য আয়তন লেখা হয় কিনা জানি না। তবে হ্রদের ব্যাপারে আপনার যুক্তিটা মেনে নেবার মত। area যদি আয়তন করি, তাহলে volume কী লিখব? area = ক্ষেত্রফল, volume = আয়তন সেক্ষেত্রে ঠিকই হয়। --অর্ণব (আলাপ | অবদান) ০১:৪৮, ৩০ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
"ক্ষেত্রফল অনুযায়ী হ্রদসমূহের তালিকা" পাতায় ফেরত যান।