আলাপ:ক্ষমতা (পদার্থবিজ্ঞান)

সাম্প্রতিক মন্তব্য: WAKIM কর্তৃক ৩ বছর পূর্বে "“ক্ষমতা” শিরোনামে স্থানান্তর" অনুচ্ছেদে

শক্তি (en:Energy) ও কাজ (en:Work (physics)) পদার্থবিজ্ঞানে বিশেষ অর্থে ব্যাবহার হয়। তাই কাজ করার শক্তির নয়, ক্ষমতা হল শক্তি উতপাদনের বা ব্যবহারের (অর্থাত কাজের work) বেগ। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:১৭, ১৫ নভেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

Tittle should be changed সম্পাদনা

The 'energy' and 'power' are two different terms!

এ নিবন্ধটি ক্ষমতা (power) সম্পর্কে, শক্তি (energy) একটি ভিন্ন বিষয়। Nazmus Sakib Rabbi (আলাপ) ০৮:১১, ১৬ অক্টোবর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

“ক্ষমতা” শিরোনামে স্থানান্তর সম্পাদনা

সুধী, পদার্থবিজ্ঞানের ভাষায় ইংরেজি “Power”কে “ক্ষমতা” বলা হয়। এমনকি নিবন্ধেও ক্ষমতা লেখা আছে। “লক্ষ্য এবার লক্ষ” এডিটাথনের পদার্থবিজ্ঞান মাসকে সামনে রেখে নিবন্ধটিকে “ক্ষমতা (পদার্থবিজ্ঞান)” স্থানান্তরের অনুরোধ জানাচ্ছি। — আদিভাইআলাপ০৪:৩৫, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দ্রুত সিদ্ধান্তের জন্য @আফতাবুজ্জামান, WAKIM, এবং Tanay barisha:কে পিং করা হলো। — আদিভাইআলাপ০৮:৪৭, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
নিবন্ধটির বর্ণনাতেও ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। তাই স্থানান্তর করে দিচ্ছি।--ওয়াকিম (আলাপ) ০৯:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"ক্ষমতা (পদার্থবিজ্ঞান)" পাতায় ফেরত যান।