আলাপ:কুষ্টিয়া জেলা

সাম্প্রতিক মন্তব্য: Md.Jahidur Rahman Tuhin কর্তৃক ৪ বছর পূর্বে "মেডিকেল কলেজ" অনুচ্ছেদে

নিবন্ধ ভালো তবে ... সম্পাদনা

নিবন্ধের অবস্থা বেশ ভালো, তবে আদৌ কোনো তথ্যসূত্র যোগ করা হয়নি। তথ্যসূত্র ব্যতীত যেকোনো তথ্যের মূল্য শূণ্য। কাজেই এটি এবং অন্যান্য জেলা নিবন্ধে তথ্য যোগ করতে হবে। (আর কোনো অবস্থাতেই তথ্যের উপস্থাপনা তথ্যসূত্র হতে হুবুহু হতে পারবে না (যেটা এখন মনে হচ্ছে)। --রাগিব (আলাপ | অবদান) ১৭:৫২, ৩০ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

যদি হুবুহু হয়ে থাকে তবে ইংরেজি উইকির হুবুহু হতে পারে। বাংলা কোন সোর্স থেকে মারিনি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। ইংরেজি উইকি কোথা থেকে মেরেছে তা অবশ্য আমি জানি না। আপনি তো জানেন আমার দৌড় ইংরেজি উইকি পর্যন্ত। ;) । সো আমার পক্ষে আসলে রেফারেন্স জোগাড় করা প্রায় অসম্ভব। তাছাড়া তথ্যছকে বাংলাপিডিয়ার রেফারেন্স দেয়া আছে। (এক্সটার্নাল লিঙ্ক হিসেবে)। যাই হোক, আপনাকে নিশ্চিত করে বলতে পারি আমি ইংরেজি উইকি ছাড়া আর কোথা থেকে কপি মারি না। --μακσυδআলাপ ১৮:৪০, ৩০ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন
হা হা, তথ্য যেকোনো উৎস হতে নিতেই সমস্যা নাই। মূল সমস্যাটা হলো, বাংলাপিডিয়া থেকে হুবুহু তথ্য উপস্থাপন করা। ইংরেজি উইকিতে অনেক সময় অজানা আইপির ব্যবহারকারীরা বাংলাপিডিয়া থেকে সরাসরি তথ্য যোগ করে, কাজেই ঐটা থেকে হুবুহু তথ্য অনুবাদ করলে তা বাংলাপিডিয়ার বাংলা সংস্করণের অনুরূপ হতে পারে। সেজন্য তথ্যের উপস্থাপনা একটু নিজের মতো করে করতে হবে। --রাগিব (আলাপ | অবদান) ১৮:৫২, ৩০ নভেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

মেডিকেল কলেজ সম্পাদনা

কুষ্টে কী কোন মেডিকেল কলেজ আছে? জানি না তো! Munirhasan ১৫:৩৭, ৬ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)উত্তর দিন

কুষ্টিয়ায় বর্তমানে নির্মানাধীন মেডিকেল কলেজ আছে। Md.Jahidur Rahman Tuhin (আলাপ) ১৮:২৮, ৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"কুষ্টিয়া জেলা" পাতায় ফেরত যান।