আলাপ:কারী মুহাম্মদ তৈয়ব

সাম্প্রতিক মন্তব্য: Owais Al Qarni কর্তৃক ২ বছর পূর্বে "মুহতামিম কি উপাচার্য?" অনুচ্ছেদে

স্থানান্তর সম্পাদনা

@Nabil: প্রচলিত মত অনুসারে মুহাম্মদ তৈয়ব কাসেমি নামে স্থানান্তর করছি। • — সাফী মাহফূজ 《ডাকঘর》 ০৬:৪৮, ১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: নামের আগে কারী, নামের শেষে কাসেমি; দুইটাই উপাধি। এই নিবন্ধের নাম কারী মুহাম্মদ তৈয়ব দেওয়াটাই সবচেয়ে যৌক্তিক। ওনি এই নামে এতটাই প্রসিদ্ধ যে, সবাই এই নামেই চেনে। কোনোদিন শুনি নি বা লিখতে দেখি নি মুহাম্মদ তৈয়ব কাসেমি। ওনার জীবনীগ্রন্থও এই নামেই লেখা হয়েছে।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৬:৩৯, ২৬ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মুহতামিম কি উপাচার্য? সম্পাদনা

আরবি মুহতামিম অর্থ দায়িত্ব প্রাপ্ত, প্রধান, দেখাশুনা করা ইত্যাদি। সাধারণত সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে প্রধানকে ভাইচ চেন্চেলর বা উপাচার্য বলা হয়। সরকার প্রধান হয় চেন্চেলর। এর আরবি হলো রইচ। আর ভাইচ চেন্চেলরকে বলে নায়েবে রইচ। দেওবন্দ মাদরাসার নাম "দারুল উলুম দেওবন্দ"। আরবিতে বিশ্ববিদ্যালয় কে জামেয়া বলা হয়। দেওবন্দ মাদরাসার আগে পিছে কোথাও জামেয়া শব্দটি নেই। মুহতামিমকে ভাইচ চেন্চেলর বলা কি ঠিক হবে? কারী মুহাম্মাদ তৈয়বকে উপাচার্য উপাধি দেয়া কি ঠিক হবে? আলোচক, লেখকগণ বিষয়টা খোলাসা করলে ভালো হয়। মো. মাহমুদুল আলম (আলাপ) ২৩:১৭, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni আপনাকে এর আগেও বিষয়টি পরিষ্কার করার অনুরোধ করেছিলাম। বার্তার উত্তর দেন নি। এই পাতাটিও নিশ্চয়ই আপনার নজরতালিকায় আছে। আমি গত কালকেও কারী ইব্রাহিম উজানি পাতার আলাপ পাতায় আপনাকে পিং করেছি। সম্পাদনা চালিয়ে গেলেও উত্তর দেন নি। আপনি কি অন্য উইকিপিডিয়ানদের উপেক্ষা করছেন? এটা একজন অভিজ্ঞ উইকিপিডিয়ানের আচরণ হতে পারে না। @আফতাবুজ্জামান: ভাই, যতোদূর মনে পরে আপনাকে ‘মুহতামিম না ভাইস-চ্যান্সেলর’ এরকম একটি আলোচনায় অংশগ্রহণ করতে দেখেছিলাম। তাই পিং করা হলো। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:০২, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: সুধী, আমি বহু পূর্ব থেকে উপাচার্য/আচার্য সে বিতর্কে না গিয়ে মুহাতামিম বা মহাপরিচালক পরিভাষাটি ব্যবহার করছি। বিষয়শ্রেণী:দারুল উলুম দেওবন্দের মুহতামিম দেখতে পারেন।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৪:০৯, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। উত্তর দেয়ার জন্য। @মো. মাহমুদুল আলম: ভাই, সম্ভবত উত্তর পেয়েছেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:১৩, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: দুঃখিত, তিনি উত্তর পান নি। আমি তাঁর দৃষ্টিকোণ থেকে ব্যবহার করছি না। শুধুমাত্র ‘জামিয়া’ শব্দটির কারণে উপাচার্য শব্দটি ব্যবহৃত হবে না। যদি হয়, বিষয়শ্রেণী:বাংলাদেশের কওমি মাদ্রাসা দেখুন। অহরহ জামিয়া আছে। দ্বিতীয়ত, দারুল উলুম দেওবন্দ এটা সংক্ষিপ্ত নাম। পুরো নাম জামিয়া ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ কর্তৃপক্ষ অফিসিয়ালি মুহতামিমের অনুবাদ করেন ভাইস-চ্যান্সেলর।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৪:২৬, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni @Yahya এটা ব্যবহার করা ঠিক না। কারণ আমাদের দেশে রাষ্ট্রপতি হন চেঞ্চেলর, আর তিনিই দেন এর নিয়োগ। বিশ্বের কোন বিশ্ববিদ্যালয় নাই যেখানে নিজে চেঞ্চেলর হয়। বড়জোর মুহতামিম বা দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি হতে পারেন। তাই কাওমি মাদ্রাসারা সবখানে জামেয়া তৈরী করে আর চেঞ্চেলর হয়। যেমন কিন্ডার কার্টেন ওয়ালারা অধ্যক্ষ হয়। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২০:০৮, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni@Yahya ভারতের আইনে কি এ রকম কাওমি মাদরাসারা চেঞ্চেলর শব্দ ব্যবহার করতে পারে। সরকার কি তাদের নিয়োগ দেয়? বিষয়টা নিরোপেক্ষ দৃষ্টিকোণ থেকে হলে ভালো হয়। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২০:১৩, ২২ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Owais Al Qarni বাংলাদেশের পত্র-পত্রিকায় কি কওমি মাদ্রাসার প্রধানদের উপাচার্য বলা হয়? বাংলাদেশে যেভাবে ব্যবহার করা হয়, দয়া করে সেভাবে ব্যবহার করুন। আপনার মনমত উপাচার্য বসাবেন না, এতে উইকিপিডিয়ার তথ্য দারুণভাবে প্রশ্নবিদ্ধ হবে। যেমনঃ বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে অধ্যক্ষ ব্যবহার করা হয়।
আর আপনাকে কোন প্রশ্ন করলে, আপনি সেটি এড়িয়ে যান, এটা অনেক সময়ে হয়েছে। এই অভ্যাস থাকা উচিত নয়। আলোচনা করুন, নিরেপক্ষভাবে সম্পাদনা করুন। বাংলাদেশে উপাচার্যের একটি সুনিদিষ্ট অর্থ রয়েছে, যদি কোন প্রতিষ্ঠান বাংলাতে তাদের উপাচার্য দাবী না করে, তাহলে সেটি লেখা উচিত হবেনা। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৪:২২, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Prodipto Deloar: ভাইরে ভাই, এই নিবন্ধের সাথে আমার সম্পর্ক কী! বুঝলাম না। আমাকে কেন নিশানা করা হচ্ছে? আপনার এক গাদা উপদেশ দেওয়ার হেতু কী?–ধর্মমন্ত্রী (আলাপ) ০৮:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"কারী মুহাম্মদ তৈয়ব" পাতায় ফেরত যান।