আলাপ:কামরুদ্দীন আহমদ

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ২ বছর পূর্বে "নামের বানান" অনুচ্ছেদে

নামের বানান সম্পাদনা

কামরুদ্দীন আহমদ ও কামরুদ্দিন আহমেদ একই ব্যক্তি। কিন্তু উইকিপিডিয়া বাংলায় দুইটি নিবন্ধ লেখা হয়েছে। বাংলাপিডিয়ায় তার নামের বানান কামরুদ্দীন আহমদ উল্লেখ রয়েছে। প্রথমা প্রকাশন কর্তৃক প্রকাশিত তার " বাংলার মধ্যবিত্তের আত্মবিকাশ " গ্রন্থে নামের বানান কামরুদ্দীন আহমদ লেখা হয়েছে। তাই কামরুদ্দীন আহমদ নিবন্ধটি রেখে কামরুদ্দিন আহমেদ বাদ দেয়া যায় না? Salim (আলাপ) ১৭:৫৮, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Salim Khandoker: করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৯:০১, ৭ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"কামরুদ্দীন আহমদ" পাতায় ফেরত যান।