আলাপ:কবিতার কথা

সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৭ বছর পূর্বে "তথ্যসূত্র" অনুচ্ছেদে

তথ্যসূত্র সম্পাদনা

নিবন্ধটির প্রায় অধিকাংশ অংশ "জীবনাননন্দ দাশের প্রবন্ধ সমগ্র, সম্পাদনা ফয়জুল লতিফ চৌধুরী, ফাল্গুন ১৩৯৬, দেশ প্রকাশন, ১৯ নয়াপল্টন, ঢাকা।" তথ্যসূত্র ব্যবহার করে রচিত। এবং উক্ত বই রচনাকারী এবং এই নিবন্ধ প্রণেতা একই ব্যক্তি হওয়ায় উইকিপিডিয়ার কন্টেন্ট নীতিমালা বিশেষ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অনুযায়ী হয়তো এই নিবন্ধে পরিছন্নতার প্রয়োজন রয়েছে। যেহেতু নিবন্ধ প্রণেতা নিজেই তথ্যসূত্র হিশেবে এটি ব্যবহার করেছন! ~ মহীন (আলাপ) ০৫:১৮, ২৪ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। যতটুকু পক্ষপাতমূলক বক্তব্য ততটুকু অপসারণ করা হবে। একটু সময় দরকার। সকল তথ্যসূত্র এখনো উল্লেখ করা হয় নি। করা হবে। -- Faizul Latif Chowdhury (আলাপ) ০৬:২০, ২৪ নভেম্বর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
"কবিতার কথা" পাতায় ফেরত যান।