আলাপ:কবরীর চলচ্চিত্রের তালিকা

সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

@WAKIM: শিরোনাম কবরী অভিনীত হলে বোধহয় ভালো হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫০, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@WAKIM: হ্যাঁ, আমিও আফতাব ভাইয়ের মতো একই কথা বলতে আলাপ পাতায় এসেছিলাম। "কবরী অভিনীত চলচ্চিত্রের তালিকা" নামটি মানানসই। ~ নাহিয়ান আলাপ ২২:২৪, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: এখানে কেবল অভিনীত নয়, প্রযোজিত-পরিচালিত চলচ্চিত্রও আছে। তাই এই শিরোনামটিই উপযুক্ত হবে। তাছাড়া চলচ্চিত্রের তালিকা বিষয়শ্রেণীর নিবন্ধগুলোর শিরোনামের গঠন এমনই হওয়া উচিত। ইংরেজিতেও দেখবেন চলচ্চিত্রের তালিকাগুলোর গঠনও এই রকম, Amitabh Bachchan filmography, Leonardo DeCaprio filmography... এরকম অহরহই দেখা যায় যে একজন ব্যক্তি অভিনয়, পরিচালনা, প্রযোজনা, লেখনী, সুরারোপ, চিত্রগ্রহণ, সম্পাদনার সাথে জড়িত। তাদের জন্য আলাদা করে "--- অভিনীত/পরিচালিত/প্রযোজিত/সুরারোপিত চলচ্চিত্রের তালিকা" না করে "---এর চলচ্চিত্রের তালিকা" শিরোনাম দেওয়া হলে তা সামগ্রিকতা প্রকাশ করে এবং এর অধীনে অভিনয়, পরিচালনা, প্রযোজনা, লেখনী, সুরারোপ, চিত্রগ্রহণ, সম্পাদনা এসব আলাদা উপ-পরিচ্ছেদ দেওয়া যায়।--ওয়াকিম (আলাপ) ২৩:০৭, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:১২, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"কবরীর চলচ্চিত্রের তালিকা" পাতায় ফেরত যান।