আলাপ:কনডম

সাম্প্রতিক মন্তব্য: Jonoikobangali কর্তৃক ১৪ বছর পূর্বে "শিরোনামের বানান" অনুচ্ছেদে

শিরোনামের বানান সম্পাদনা

শিরোনামের বানানটা প্রচলিত মনে হচ্ছে না। আমি আজ পর্যন্ত সব স্থানেই "কনডম" বানানটি দেখে আসছি। কালের কণ্ঠ, প্রথম আলো, বিডিনিউজ২৪ শীর্ষক রেফারেন্সগুলোতেও আমি তাই দেখছি। — তানভির আলাপ অবদান ১৬:২৫, ২৬ মার্চ ২০১০ (ইউটিসি)উত্তর দিন

আমি আসলে তিন রকম বানান দেখেছি - কন্ডোম, কনডোম আর কনডম। কন্ডোম বানানটির সঙ্গে আমি সর্বাধিক পরিচিত বলেই লিখেছি। নিচে কয়েকটি সূত্র দিলাম।ওয়েবদুনিয়া, ওয়ার্ল্ড নিউজ, ইন্ডিয়া ডেভেলপমেন্ট গেটওয়ে। তবে এটি সর্বাধিক প্রচলিত কিনা তা আমার জানা নেই। ইংরেজি উচ্চারণ অনুযায়ী ক্যানডম (সংসদ অভিধান তাই বলছে)। তাই কনডম হওয়াই হয়ত উচিত।প্রশাসককে নামটি পরিবর্তিত করতে অনুরোধ জানাবো। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৪০, ২৬ মার্চ ২০১০ (ইউটিসি)উত্তর দিন
ভুল বলেছি, ব্রিটিশ উচ্চারণে কনডম আর আমেরিকান উচ্চারণে কানডম। কনডমই ঠিক। ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। --অর্ণব দত্ত (আলাপ) ১৬:৪৯, ২৬ মার্চ ২০১০ (ইউটিসি)উত্তর দিন
"কনডম" পাতায় ফেরত যান।