আলাপ:ওয়াকিল আহাদ

সাম্প্রতিক মন্তব্য: 103.106.167.96 কর্তৃক ১১ মাস আগে "kona" অনুচ্ছেদে

ওয়াকিল 'আহমেদ' নাকি 'আহাদ' সম্পাদনা

@Masum Ibn Musa: ভাই, এই সঙ্গীতশিল্পীর নাম ওয়াকিল আহাদ, আহমেদ নয়। মূলত ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে গেজেট প্রকাশিত হয়েছিল সেখানে কয়েকটি নাম ভুল ছিল, তার মধ্যে 'আফরোজা ইমরোজ তিশা' (প্রকৃতপক্ষে নুসরাত ইমরোজ তিশা) এবং এই নামটি ছিল। ফলে তথ্য মন্ত্রণালয়ের এই গেজেটকেই সকল সংবাদ মাধ্যম অনুলিপি করায় একাধিক মাধ্যমে ওয়াকিল 'আহমেদ' নামটি এসেছে, যেটি ভুল। বিবিসির এই প্রতিবেদন বা প্রথম আলো'র এই প্রতিবেদনটি দেখুন; কিংবা বাংলা চলচ্চিত্রের তথ্যমালা বাংলা মুভি ডেটাবেজে তার কণ্ঠ দেওয়া পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকাভুক্তি দেখুন, এগুলোতে সঠিক নামটি এসেছে। তাই এই শিরোনামটি 'ওয়াকিল আহাদ' নামে স্থানান্তর করা দরকার।--ওয়াকিম (আলাপ) ০৮:৫৭, ৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@WAKIM: ভাই, আসলে বিভিন্ন মিডিয়ায় সর্বাধিক ব্যবহৃত হয়েছে দেখলাম আহমেদ। আর অল্প কিছু মিডিয়ায় আহাদ। আসলে আমি নিজেও কিছুটা দ্বিধাদ্বন্দে আছি। আরো গবেষনার দরকার মনে হয়। @আফতাবুজ্জামান: এবং @NahidSultan: আপনাদের মতামত কি?  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১০:৪৫, ৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
তিনি যে চলচ্চিত্রের জন্য পুরস্কার পেয়েছেন সে ছবিটি ইউটিউবে রয়েছে। এখানে ১:৫৬:১২ সময়ে দেখতে পাবেন "গান - অমৃত মেঘের বারি, শিল্পী - ওয়াকিল আহাদ, কথা ও সুর - লালন"।--ওয়াকিম (আলাপ) ১০:৫৬, ৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
উনার নাম ‘ওয়াকিল আহাদ’। পত্রিকাগুলা ভুল করে লিখেছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:২৫, ৭ মে ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

kona সম্পাদনা

আমি লেখালেখি করি 103.106.167.96 (আলাপ) ২১:৩২, ১৭ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"ওয়াকিল আহাদ" পাতায় ফেরত যান।