আলাপ:এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড
এই পাতাটি এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
এই নিবন্ধটি অপসারণের জন্য মনোনীত হয়েছিল। আপনি যদি পুনরায় মনোনয়নের জন্য বিবেচনা করেন, তাহলে পূর্বের আলোচনাগুলি দয়া করে পর্যালোচনা করুন:
|
আলাদা নিবন্ধ রাখার ব্যাপারে
সম্পাদনাআমি এই নিন্ধটি আলাদা একটি নিবন্ধ হিসেবে রাখার পক্ষে মন্তব্য করছি। এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী বর্তমানে আন্তর্জাতিকভাবে আলোচিত একজন শিক্ষক। এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী ‘সুন্দরম’ নামে একটি সাংস্কৃতিক বিষয়ক সংগঠনের উপদেষ্টা ছিলেন। এছাড়াও তিনি বাচ্চাদের জন্য একটি স্কুল ও প্রতিষ্ঠা করেন। এছাড়াও আপনি এই নিবন্ধের ইংরেজি নিবন্ধের আলাপ পাতা দেখতে পারেন, আগে থেকেই এ বিষয়ে ওখানে আলোচনা চলছে। --নাজরিন সুলতানা (মনি) (আলাপ) ০৪:৩৩, ২৭ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
বিরোধিতা
সম্পাদনাএই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি। কিছু অযৌক্তিক অজুহাত দেখিয়ে এই উল্লেখযোগ্য নিবন্ধটি অপসারণের প্রস্তাবকে আমি বিশেষ স্বার্থসিদ্ধির উপাই হিসেবে বিবেচনা করছি! Imrancseru (আলাপ) ১৭:২২, ৩০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
আমি এই নিবন্ধটি অপসারণের বিরোধিতা করছি।তিনি একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী ছিলেন। এবং আমার জানা মতে তার মৃত্যুর কারণ হিসেবে এখনও ধর্ম নিরপেক্ষতার সম্পর্ক পাওয়া যায়নি। তার মত একজন ব্যক্তিত্ব সম্পর্কিত নিবন্ধ আমাদের সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। Azamansagor (আলাপ) ১৮:১৯, ৩০ এপ্রিল ২০১৬ (ইউটিসি)
শিরোনাম
সম্পাদনা@কুউ পুলক: এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড থেকে এ.এফ.এম. রেজাউল করিম সিদ্দিকীকে খুন নামে স্থানান্তরের পেছনে যুক্তি কি? আগের নামটাইতো আমার কাছে ঠিক মনে হচ্ছে। প্রণেতা হিসেবে @NahidHossain: ভাইকেও জানালাম। ~মহীন (আলাপ) ১৫:৪৫, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- @Moheen জনাব, ঐ সময় আমি murder= খুন, kill= হত্যা ধরে Category:People murdered in Bangladesh কে বিষয়শ্রেণী:বাংলাদেশে খুন হওয়া ব্যক্তি, এই ধরনের বিষয়শ্রেণী তৈরি করছিলাম। সেই সময় নাম পরিবর্তন করেছি মনে হয়। যদি অসঙ্গত হয়ে থাকে তবে যেটা ঠিক হয় সেটা করে দিন। ধন্যবাদ। -- কুউ পুলক ১৬:০১, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)
- আমিও এটাকে হত্যাকাণ্ড রাখার পক্ষে। - NahidHossain (আলাপ) ১৮:২৪, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)