আলাপ:এলওসি: কারগিল

সাম্প্রতিক মন্তব্য: WAKIM কর্তৃক ২ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

@WAKIM: স্থান ও যুদ্ধের নিবন্ধের শিরোনাম "কার্গিল" রাখা হয়েছে। আমার মনে হয় এই নিবন্ধের নামও এলওসি: কার্গিল রাখা যেতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৪৪, ২৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

স্থান (कारगिल] ও যুদ্ধের (कारगिल युद्ध) নিবন্ধের হিন্দি বানানটি খেয়াল করুন। সেখানেও রেফ ব্যবহার করা হয়নি। তাছাড়া গণমাধ্যমে দেখতে পাচ্ছি দুটি বানানই ব্যবহৃত হচ্ছে। ফলে হিন্দি বানানের সাথে সামঞ্জস্য রেখে কারগিল বানানটিই অধিক গ্রহণযোগ্য। -- ওয়াকিম (আলাপ) ১৯:৫৭, ২৪ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"এলওসি: কারগিল" পাতায় ফেরত যান।