আলাপ:এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

সাম্প্রতিক মন্তব্য: Aishik Rehman কর্তৃক ৩ বছর পূর্বে "অন্তঃপ্লাজমীয় জালিকা" অনুচ্ছেদে

অন্তঃপ্লাজমীয় জালিকা সম্পাদনা

@আফতাবুজ্জামান, Yahya, এবং Aishik Rehman: এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে উচ্চমাধ্যমিক স্তরে (বাংলা মাধ্যম) অন্তঃপ্লাজমীয় জালিকা হিসেবেও পড়ানো হয়। বাংলা নাম যেহেতু রয়েছে, কাজেই নিবন্ধটিকে বাংলা নামেই ("অন্তঃপ্লাজমীয় জালিকা") নামে স্থানান্তরের প্রস্তাব করছি। — আদিভাইআলাপ০৫:০৩, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

  মন্তব্য অন্তঃপ্লাজমীয় জালিকা তো অপ্রচলিত। এমনকি বিজ্ঞানের অধিকাংশ ছাত্ররাও টাস্কি খেয়ে থাকে থাকবে অন্তঃপ্লাজমীয় জালিকা শুনে। গুগলে কেউই সম্ভবত অন্তঃপ্লাজমীয় জালিকা লিখে সার্চ করে না কিংবা করবেও না। পক্ষান্তরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বহুল প্রচলিত। তবুও বাংলা নামটি অগ্রাধিকার প্রাপ্য অবশ্যই। সবদিক বিবেচনায় আমার মত হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাতাটিকে অন্তঃপ্লাজমীয় জালিকায় পুননির্দেশিত করে দেওয়া যায়। ঐশিক রেহমান ❯❯❯ আলাপ ০৫:১০, ১৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
"এন্ডোপ্লাজমিক রেটিকুলাম" পাতায় ফেরত যান।