আলাপ:উর্দু লিপি

সাম্প্রতিক মন্তব্য: Wiki N Islam কর্তৃক ২ বছর পূর্বে "আগস্ট ২০২১" অনুচ্ছেদে

আগস্ট ২০২১ সম্পাদনা

গতমাসে দেখলাম আরবি লিপি নিবন্ধটির নাম পরিবর্তন করে আরবি বর্ণমালা রাখা হয়েছে। কারণ হিসাবে দেখানো হয়েছে, " আন্তঃউইকি সংযোগেও অন্যান্য ভাষায় যে লেখা রয়েছে তা বর্ণমালা সম্বন্ধে, অর্থাৎ আরবি ভাষা লেখার জন্য যে বর্ণ ব্যবহার করা হয়। এই বর্ণমালা আরবি লিপির বিভিন্ন বর্ণ দিয়ে গঠিত। আরবি লিপি আরবি ভাষা ছাড়াও অন্যান্য ভাষা লেখার জন্য ব্যবহার করা হয়।" সেই হিসাবে তো এই নামটিও ভুল। উর্দু লিপি কোনো স্বতন্ত্র লিখনপদ্ধতি নয়, এটা আরবি ও ফার্সি লিপির সংমিশ্রণে গড়ে উঠা একটি বর্ণমালা। তাই এই নিবন্ধটির শিরোনাম পরিবর্তন করে "উর্দু বর্ণমালা" রাখা হোক। Wiki N Islam (আলাপ) ১০:৫৮, ২০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

"উর্দু লিপি" পাতায় ফেরত যান।