আলাপ:ইসোয়াতিনি

সাম্প্রতিক মন্তব্য: ইশতিয়াক আব্দুল্লাহ কর্তৃক ২ বছর পূর্বে "প্রসঙ্গ: নিবন্ধ জমাদান" অনুচ্ছেদে

দেশের সঠিক নাম (?) সম্পাদনা

দেশটির নামের উচ্চারণ [ɛswáˈtʼiːni]। এ অনুসারে দেশটির নাম "এসোয়াতিনি" হওয়া উচিত। Mashfi23 (আলাপ) ১৭:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Mashfi23: নিবন্ধের নাম ইসোয়াতিনি -ই আছে। আপনি পুনর্নির্দেশ পাতার আলাপ পাতায় এসেছেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:৩৭, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আমি ইসোয়াতিনি পাতা থেকেই এখানে এসেছি। আমি বলছি নামটি "ইসোয়াতিনি"-এর পরিবর্তে "এসোয়াতিনি" হওয়ার কথা। নামটি /ɛ/ দিয়ে শুরু হওয়ায় "এ" ব্যবহার করাটা যুক্তিসঙ্গত। Mashfi23 (আলাপ) ১৭:৩৮, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Mashfi23: বাংলায় ইসোয়াতিনি বানানটি বেশি প্রচলিত। "এসোয়াতিনি" খুব কম জায়গায় লিখতে দেখেছি। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:১১, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আমি এখন পর্যন্ত দেশটির নাম কোথাও লেখা থাকতে দেখিনি। আপনি কোথায় দেখেছেন, সেটা মনে থাকলে একটু জানাতে পারবেন? Mashfi23 (আলাপ) ১৯:১৭, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Mashfi23: গুগলে ইসোয়াতিনি / এসোয়াতিনি লিখার দ্বারা অনুসন্ধান করে পত্র-পত্রিকায় কোন বানানটি বেশি লেখা হয়-হয়েছে তা বের করা যেতে পারে। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৬, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
গুগলে অনুসন্ধান করে "ইসওয়াতিনি" আর "এসওয়াতিনি" পাওয়া যাচ্ছে। কিন্তু গুগল আবার "বোট্স্বানা" আর "কিরিবাতি"র মত নামও দেখাচ্ছে, তাই ভরসা করতে পারছি না। পত্রপত্রিকায় "ইসোয়াতিনি" বানানটি বেশি ব্যবহার করা হয়েছে, কিন্তু বাস্তবে বেশিরভাগ সময়ই পত্রিকায় লেখার সময় সাংবাদিকরা কোনও একটা শব্দের মূল উচ্চারণ নিয়ে বেশি মাথা ঘামান না, ইংরেজি বানান দেখে যেটা মাথায় আসে সেটাই সাধারণত লেখা হয়। ইংরেজিতে শব্দের শুরুতে "e" থাকলে অনেক সময়ই উচ্চারণ "ই" হয়, তাই দেশের নামটি সোয়াজি ভাষার হওয়া সত্ত্বেও সেটাই ব্যবহার করা শুরু হয়ে গিয়েছে (যদিও ইংরেজিতেও দেশের নামটা "এ" উচ্চারণ দিয়েই শুরু হয়)। উদাহরণস্বরূপ, পত্রিকায় লেখার সময় কোনও সাংবাদিক Kiribati-এর সঠিক নাম না জানলে "কিরিবাতি" লিখবেন, যেখানে সঠিক নাম অবশ্যই "কিরিবাস"। এসোয়াতিনির ক্ষেত্রেও সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। Mashfi23 (আলাপ) ০৬:১১, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

প্রসঙ্গ: নিবন্ধ জমাদান সম্পাদনা

@ব্যবহারকারী:MS Sakib আশা করছি যান্ত্রিকতা সম্পূর্ণ দূরীভূত হয়েছে। সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ১৩:৪৭, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ইশতিয়াক আব্দুল্লাহ: নিবন্ধটা একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছিলাম। বাক্যগঠন অত্যন্ত চমৎকার ছিল। কিন্তু স্বাধীনতা অনুচ্ছেদেই হঠাৎ করেই ছন্দপতন। প্রথম প্যারাটা পুরোপুরি যান্ত্রিক। এরপরে অল্প-সল্প সমস্যা আছে।
আরেকটা বিষয়, সূচনা অংশের এই বাক্যটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারিনি:
তিনি দেশের প্রধানমন্ত্রী এবং দেশের সংসদ উভয় কক্ষের (সেনেট এবং সংসদ অধিবেশনের) প্রতিনিধি নিযুক্ত করেন এবং রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
এর মানে কি, তিনি নিজেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উভয় দ্বায়িত্ব পালনের পাশাপাশি সংসদের প্রতিনিধি নিযুক্ত করেন? নাকি, তিনি শুধু রাষ্ট্রপতির দ্বায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রী ও সংসদের প্রতিনিধি নিযুক্ত করেন? -- ≈ MS Sakib  «আলাপ» ১৫:৪১, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ব্যবহারকারী:MS Sakib আচ্ছা, আমি বিষয়টি দেখছি। আরেকটা কথা , আমার সেন্ট কিটস ও নেভিস নিবন্ধটির সংশোধন সম্পন্ন হয়েছে। সেটিও একটু দেখে দিলে ভালো হতো। ধন্যবাদান্তে -- সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ১৭:২০, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ইশতিয়াক আব্দুল্লাহ: সেন্ট কিটস ও নেভিস নিবন্ধের প্রথম বাক্যটাই তো "যান্ত্রিক" 😁। আসলে ভূমিকা অংশের পুরোটারই এই অবস্থা। এতগুলো নিবন্ধে কাজ করার পর আশাকরি আপনি যান্ত্রিকতা বিষয়ে পরিষ্কার ধারণা পেয়ে গেছেন। -- ≈ MS Sakib  «আলাপ» ১৭:৫১, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@≈ MS Sakib  «আলাপ» Ooops..... আমি পুরোটা সম্পাদনা করেছি কিন্তু ভূমিকা অংশ একটুও সম্পাদনা করিনি ... ধন্যবাদ ভুল ধরিয়ে দেয়ার জন্য। -- সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ২৩:৫৭, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

"ইসোয়াতিনি" পাতায় ফেরত যান।