আলাপ:ইসলামী সমাজ বিপ্লবের ধারা

সাম্প্রতিক মন্তব্য: Aftabuzzaman কর্তৃক ৭ বছর পূর্বে "নাম" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

@Ahm masum: নামকরণ নীতি হল যদি নিবন্ধের (এ ক্ষেত্রে বই) নাম বাংলায় পাওয়া যায় (হোক অনুদিত বা প্রচলিত) তাহলে বাংলা নাম ব্যবহৃত হইবে। বাংলায় পাওয়া না গেছে তখন বাকী নিয়ম দেখতে হবে। বইটির যেহেতু বাংলা নাম আছে, তাই এখানে বাংলা নাম ব্যবহার করতে হবে। দ্বিতীয়, যেতেতু বইটি বাংলায় প্রকাশিত হয়েছে, তাই বইয়ের ইংরেজি সংস্করণের নাম কি বা কবে প্রকাশিত হয়েছে তা বাংলা উইকির দেখার বিষয় নয়। বাংলায় বইটি কবে প্রকাশিত হয়েছে, কে প্রকাশ করে, অনুবাদ করেছে তা হল বাংলা উইকির দেখার বিষয়। আশা করি, বুঝাতে পারলাম। আফতাব (আলাপ) ০০:০৯, ১১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

"ইসলামী সমাজ বিপ্লবের ধারা" পাতায় ফেরত যান।