আলাপ:ইসলামী ছাত্রসেনা

সাম্প্রতিক মন্তব্য: Md Nishan Reyad কর্তৃক ৫ মাস আগে "পাতার সমস্যা উদঘাটন ও সমাধানকরণ" অনুচ্ছেদে

পাতার সমস্যা উদঘাটন ও সমাধানকরণ সম্পাদনা

আমার সম্মানিত মেন্টর @Abazizfahad মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইসলামী ছাত্রসেনা নামে যে পাতাটি তৈরি করেছি একজন ভাই সেখানে একটি ট্যাগ জুড়ে দিয়েছেন। তিনি এ পাতায় কী অসংগতি পেয়েছেন তা আমার বোধগম্য নয়। আপনার কাছে বিনীত অনুরোধ, আমার পাতাটি পর্যালোচনা করে সমস্যামুক্ত করে দিতে সাহায্য করবেন প্লিজ।

Md Nishan Reyad (আলাপ) ১৪:৪৯, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Md Nishan Reyad নিবন্ধটির বিষয়বস্তুর উল্লেখযোগ্যতা নিয়ে জনৈক ব্যবহারকারী ট্যাগ বসিয়েছেন। যাইহোক, এই বিষয়টা স্পষ্ট করুন যে, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আর ইসলামী ছাত্রসেনার মধ্যে পার্থক্য কি? (نقاش) عبد الله ১৪:৫৬, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নামে দুইটি রাজনৈতিক দল রয়েছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নিবন্ধন নাম্বার ০৩০ এবং এর সহযোগী সংগঠন হলো ইসলামী ছাত্রসেনা। অন্যদিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর নিবন্ধন নাম্বার ০৩৫ এবং এর সহযোগী সংগঠনের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। Md Nishan Reyad (আলাপ) ১৫:০৬, ২০ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Md Nishan Reyad আপনি নিবন্ধটিকে রচনাশৈলী অনুযায়ী আরও সমৃদ্ধ করে তোলার চেষ্টা করুন। একই ধরনের লেখার পুনরাবৃত্তি কমিয়ে তথ্যবহুল লেখা যোগ করার চেষ্টা করুন। (نقاش) عبد الله ০৩:০১, ২১ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ইনশাআল্লাহ!
আমি এ সম্পর্কে আরো স্টাডি করে নতুন নতুন তথ্য যোগ করে আপনার তত্ত্বাবধানে পাতাটি সমৃদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যাব। দয়া করে ট্যাগটি সরিয়ে দিলে আমি উইকিপিডিয়ায় অবদান রাখতে উৎসাহ পাব।
ধন্যবাদ
Md Nishan Reyad (আলাপ) ০৭:০৮, ২১ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
"ইসলামী ছাত্রসেনা" পাতায় ফেরত যান।