আলাপ:ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট

সাম্প্রতিক মন্তব্য: Sbb1413 কর্তৃক ১১ মাস আগে "ইসলামিক স্টেট" অনুচ্ছেদে

নাম সম্পাদনা

ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্য লেভান্ট = নামটি ইংরাজি। এই পাতার নাম বাংলায় বা শুধু "আইসিল" হতে পারে? ধন্যবাদ। বব২৬(আলাপ) ১১:২২, ২৭ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

বাংলা করলে নাম হবে "ইরাক ও সিরিয়ার ইসলামি রাষ্ট্র" যা অফিসিয়াল নাম হিসেবে ব্যবহার হয় না তাই ইংরেজি নাম রেখে দেয়াই শ্রেয়। আইসিল যেহেতু পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ তাই আইসিলে স্থানান্তর করলে নামের গুণগত পরিবর্তন হবে না। তবে পুনর্নির্দেশনা দেয়া যেতে পারে। --Intakhab ctg (আলাপ) ০৮:২৪, ২৮ নভেম্বর ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

ইসলামিক স্টেট সম্পাদনা

২০২১ সালে ইংরেজি উইকিপিডিয়ায় এই নিবন্ধটির নাম "Islamic State" রাখা হয়েছে (আলোচনা)। যে জন্য ইংরেজি নিবন্ধটির নাম "Islamic State" রাখা হয়েছে, সেই একই কারণে বাংলা উইকিপিডিয়ায় এই নিবন্ধের নাম "ইসলামিক স্টেট" রাখা উচিত। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ১১:৫০, ৫ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ট" পাতায় ফেরত যান।