আলাপ:আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া/সংগ্রহশালা ১

সাম্প্রতিক মন্তব্য: NahidHossain কর্তৃক ৩ বছর পূর্বে "সূত্র" অনুচ্ছেদে

ছবি সম্পাদনা

@Owaisalqarni99: নিবন্ধটির মান উন্নয়ন করায় ধন্যবাদ। এভাবে অন্য নিবন্ধেরও করবেন এই আশা ব্যক্ত করছি। আমি লক্ষ্য করেছি, এই নিবন্ধে আপনি বেশ কিছু ছবি যুক্ত করেছেন যা আপনার তোলা না, সম্ভবত ইন্টারনেট থেকে নিয়েছেন। অনুগ্রহ করে কেবল নিজের তোলা ছবি উইকিতে আপলোড করবেন ও যেগুলি ইন্টারনেট থেকে নিয়েছেন সেগুলি (কপিরাইটজনিত কারণে) এই নিবন্ধ থেকে সরিয়ে ফেলুন। ধন্যবাদ --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৪৬, ১০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: যেগুলা ছবি গুগল এ খুঁজে পেলাম সেগুলা কপিরাইট ভায়োলেশান ট্যাগ এবং লিংক সহ রিপোর্ট করলাম। বাকিগুলাই তাই করা হয়েছে, কোন মেটাডাটা নাই। নিবন্ধটিতে নামে বেনামে এই একজনই সম্পাদনা করে যাচ্ছেন বার বার। --NahidHossain (আলাপ) ০১:৩৭, ১২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

স্ব-প্রকাশিত উৎস এর ব্যাপারে সম্পাদনা

@Owaisalqarni99: নিবন্ধে স্ব-প্রকাশিত উৎস এর ব্যাপারে একটা নোটিশ লাগিয়েছিলাম, আপনি কিছু না বলেই এটা মুছে ফেলেছেন। স্ব-প্রকাশিত মিডিয়াগুলি বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। স্ব-প্রকাশিত বই এবং নিউজলেটার, সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলিতে ব্যক্তিগত পৃষ্ঠা, টুইটগুলি, এবং ইন্টারনেট ফোরাম এর পোস্টগুলি স্ব-প্রকাশিত মিডিয়ার। আপনার নিবন্ধে এসব উৎস এবং উৎসের দাবীকৃত তথ্যসমূহ মুছে ফেলে তারপরে নোটিশ সরাবেন। --NahidHossain (আলাপ) ১৫:০১, ১১ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

করে যাক, সমস্যা নেই, আমরা পরে পরিস্কার করে নিতে পারব। আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৬, ১২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আমি নতুন। ভুল হলে ক্ষমা প্রার্থী! তবে সম্পাদনার নিয়ম-কানুন পড়ে দেখেছি। এখানে কোনটি আপনার কাছে স্বপ্রকাশিত মনে হয়েছে, একটু বলুন। আমি উপযুক্ত প্রমাণ দিতে পারি কিনা দেখি। Owaisalqarni99 (আলাপ) ০৯:৫৬, ১২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owaisalqarni99: ব্যাপার না। ছবি নিয়ে আপনার প্রতি পরামর্শ হল উইকিতে কেবল নিজের তোলা ছবি যোগ করবেন। এই নিবন্ধে বেশ কিছু অপ্রয়োজনীয় লাইন রয়েছে, যেমন প্রতিটি বিভাগে শিক্ষকদের নাম দেয়ার দরকার নেই। নিবন্ধটি একটু পরিষ্কার করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:১৪, ১২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
প্রথমেই বলি,এখানে স্বপ্রকাশিত কোন উৎস নেই। যে নিউজসাইটগুলোর উদ্ধৃতি দিয়েছে তা বাংলাদেশ সরকারের নিকট নিবন্ধিত সাইট।
দ্বিতীয়ত, শিক্ষকদের নাম দেওয়ার কারণ হল। এটি শুধু প্রতিষ্ঠান নয়, অনেক প্রতিষ্ঠানের পরিচালক। এই প্রতিষ্ঠানের অধীনে ছোট-বড় প্রায় ৬০০টি প্রতিষ্ঠান পরিচালিত হয়। তাই এই প্রতিষ্ঠানের প্রতিজন শিক্ষক আলাদা গুরুত্ব বহন করে এবং একাধিক কর্মের সাথে জড়িত। তারপরও অপ্রয়োজনীয় মনে হলে বলবেন, পরিষ্কার করব। Owaisalqarni (আলাপ) ১৮:০২, ১৩ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: বিজ্ঞাপনের ট্যাগ লাগানো হয়েছে। একটা ধর্মীয় প্রতিষ্ঠান বিজ্ঞাপন হয় কি করে? ভুল হলে একটু পরিষ্কার করুন। ধর্মীয় প্রতিষ্ঠানের নিবন্ধে এরকম ট্যাগ লাগানো দৃষ্টিকটু। Owais Bin Elias (আলাপ) ০৮:০২, ২০ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: প্রতিকূলতা নামক শিরোনাম যোগ করা যাবে??? Owais Bin Elias (আলাপ) ২১:০৪, ২২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Owaisalqarni99: প্রয়োজন নেই। আরেকটি জিনিস, ইন্টারনেট থেকে নিয়ে ছবি আপলোড করবেন না, করলে কপিরাইটের কারণে তা অপসারিত হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৩৬, ২২ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সূত্র সম্পাদনা

নিবন্ধটিতে অতি মাত্রায় অপ্রয়োজনীয় এবং অসংলগ্ন লিংক যোগ করা হয়েছে এবং হচ্ছে যার সাথে সংশ্লিষ্ট তথ্যের কোন সূত্রই নাই।

  • উদাহরন হিসেবে পটিয়া উপজেলা এর পোর্টাল এর লিংক বর্তমানে ১৫ নাম্বার তথ্যসূত্র হিসেবে যোগ করা হয়েছে যে পাতায় এই নামে কোন তথ্য বা লিখা ই নাই।
  • আইসিটি বিভাগের উপজেলা হোমপেজ কে দেখলাম তথ্যসূত্র হিসেবে দেখানো হয়েছে যার সাথে সেই তথ্যের কোন সূত্র ই নাই।
  • মাদ্রাসার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট এর একাধিক পাতাকে একাধিকবার তথ্যসূত্র হিসেবে দেখানো হয়েছে।
  • মাদ্রাসার প্রতিষ্ঠার নির্দেশদাতা হিসেবে মাওলানা শাহ জমীরুদ্দীন আহমদ মুফতি আজিজুল হক সাহেব এর নামের পাশে যেভাবে এলো কওমি মাদ্রাসা সম্পাদকীয় এর লিংক যোগ করে দেওয়া হয়েছে, যেখানে এই মাদ্রাসা বা হুজুর মাওলানা শাহ জমীরুদ্দীন আহমদ মুফতি আজিজুল হক সাহেব এর নামের কোন অংশই উল্লেখ করা হয়নি।

এরকম অসংখ্য ভুলে ভরা নিবন্ধটিতে একজন মাত্র লেখক Owaisalqarni99 প্রায় প্রতিদিন কিছু না কিছু কথা যোগ করে যাচ্ছেন যার কোন তথ্যসূত্র নাই। যে কয়টা তথ্যসূত্রে এই মাদ্রাসার নাম বা খুঁটিনাটি তালিকা টাইপ তথ্য যোগ আছে সেসব সাইট ও প্রায় মাদ্রাসার প্রচারনা বা ফোরাম হিসেবে ব্যবহার করা হয়। --NahidHossain (আলাপ) ১৭:২৭, ২৬ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া/সংগ্রহশালা ১" পাতায় ফেরত যান।