আলাপ:আলবার্ট আইনস্টাইন

সাম্প্রতিক মন্তব্য: Nafiur14 কর্তৃক ৬ বছর পূর্বে "উক্তি" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

নামের সঠিক উচ্চারণ

সম্পাদনা

তার নামের আসল/সঠিক জার্মান উচ্চারণ আলবের্ট (বা আলবার্ট) আইন্‌শ্টাইন। শুনুন এখানে

জার্মান উচ্চারণ এলবার্ট নয়, অ্যালবার্ট নয়। আর স্টাইন নয়, শ্টাইন (জার্মানে st-র s সবসময় তালব্য শ-এর মত উচ্চারিত হয়।) --অর্ণব (আলাপ | অবদান) ১৪:২১, ৭ আগস্ট ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

মতামত

সম্পাদনা

যেহেতু বাংলা উইকিপিডিয়ার জন্য লেখা হচ্ছে তাই সত্যেন্দ্রনাথ বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আইনস্টাইনের সম্পর্কের উপরে কিছু কথা থাকলে ভালো হয় । উচ্চারনের ক্ষেত্রে প্রচলিত নামটিই রাখা ভাল । তবে প্রকৃত উচ্চারনের উল্লেখ থাকা দরকার । পিয়াল ১৯:২৫, ৭ আগস্ট ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

Nice Ovi kanti dey (আলাপ) ১৭:২৬, ৭ জুলাই ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অ্যানাস মিরাবিলিস

সম্পাদনা

উচ্চারণটি কি ঠিক আছে? অ্যানাস মিরাবিলিসের প্রকৃত উচ্চারণ ঠিক করা দরকার। অন্য কোথাও উচ্চারণে সমস্যা থাকলে ঠিক করতে পারেন। -- মুহাম্মদ ০৫:৫৮, ৫ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

বানান প্রসঙ্গে

সম্পাদনা

আইনস্টাইনের দ্বিতীয় ছেলের নামের বানান 'এদুয়ার্দ আইনস্টাইন' না হয়ে 'এডওয়ার্ড আইনস্টাইন' হবে।

উক্তি

সম্পাদনা

উক্তিগুলোর কোন তথ্যসূত্র নেই। আমি মনে করি তথ্যসূত্র ছাড়া এমন ধর্ম বিষয়ক উক্তি না দেওয়াই ভালো। একজন মহাপুরুষ (আলাপ) ১৭:৫৩, ৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)উত্তর দিন

"আলবার্ট আইনস্টাইন" পাতায় ফেরত যান।