আলাপ:আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে ইসলাম

সাম্প্রতিক মন্তব্য: Shekh Mahmudul Hasan কর্তৃক ৪ বছর পূর্বে "তৈরিকৃত নতুন পৃষ্টা প্রকাশ প্রসঙ্গে" অনুচ্ছেদে

তৈরিকৃত নতুন পৃষ্টা প্রকাশ প্রসঙ্গে সম্পাদনা

@আফতাবুজ্জামান: @Al Riaz Uddin Ripon: ভাই এই পৃষ্টাটি অনুবাদ করে তৈরি করেছি। প্রকাশ করতে পারছিনা সাহায্য করবেন। শেখহাসানআলাপ.. ০৫:২০, ২৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রকাশ করেছি ঠিক আছে কিনা দেখবেন, ভুল হলে ক্ষমাপ্রার্থী। শেখহাসানআলাপ.. ০৫:৩৫, ২৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Shekh Mahmudul Hasan: অনুবাদ ভালো হয় নি এবং আপনি যে পাতাটি প্রকাশ করেছেন সেটাও শুদ্ধ হয় নি। কারণ ব্যবহারকারী পাতা থেকে সেটি মূল নামস্থানে স্থানান্তর করা উচিত ছিলো, স্থানান্তর না করে আপনি উপপাতার লিংক বসিয়ে দিয়েছেন। কোনো নিবন্ধ প্রাথমিকভাবে উপপাতায় তৈরি করে সম্পূর্ণ হলে সেটি মূল নামস্থানে স্থানান্তর করতে হয়, উপপাতার লিংক বসালে হবে না। তাই আপনাকে বলবো, আগে নিবন্ধটি আরো ভালো করে অনুবাদ করুন এবং নিবন্ধটি ইংরেজি উইকিপিডিয়ার সাথে আন্তঃউইকি সংযোগ দিয়ে দিবেন, যাতে ভুল হলেও যেকেউ সেখান থেকে দেখে সংশোধন করে দিতে পারবে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৪১, ২৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)উত্তর দিন
@Shekh Mahmudul Hasan: স্থানান্তর করা হয়েছে। একই সাথে নিবন্ধের অনুবাদ আরেকটু সুগঠিত করে লেখার অনুরোধ করছি। (আমার পরামর্শ: প্রাথমিক অনুবাদের কাজ তো সম্পন্ন করেছেন, এবার ইংরেজি নিবন্ধের বাক্য দেখবেন না, আপনি নিবন্ধটি পড়ুন ও আপনার মত করে বাক্য সাজান)। --আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৩, ২ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: জাযাকাল্লাহ। শেখহাসানআলাপ.. ০৩:৩৭, ২ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

"আয়ারল্যান্ড প্রজাতন্ত্রে ইসলাম" পাতায় ফেরত যান।