আলাপ:আবু মহামেদ হবিবুল্লাহ

সাম্প্রতিক মন্তব্য: Factcheckerhuman কর্তৃক ২ বছর পূর্বে "নাম সংশোধন প্রয়োজন" অনুচ্ছেদে

নাম সংশোধন প্রয়োজন সম্পাদনা

যে নামে এই পাতাটি তৈরি হয়েছে তা সঠিক নয়। প্রকৃতপক্ষে নামটি হবে আবু মহামেদ হবিবুল্লাহ। প্রয়াত ইতিহাসবিদ রতন লাল চক্রবর্তী বাংলাপিডিয়ার নিবন্ধে তার নাম এমন করে লেখার কারণেই এই বৈসাদৃশ্য সৃষ্টি হয়েছে বলে মনে হয়। রেফারেন্স হিসেবে লিংক এক, লিংক দুই, লিংক তিন, লিংক চার, লিংক পাঁচ দেখে আসতে পারেন।

রকমারিতে আবু মহামেদ হবিবুল্লাহ-এর লেখা একাধিক বই রয়েছে। সেই সব বইয়ের ফ্ল্যাপেও সঠিক নামটি পাওয়া যাবে। এছাড়া, বাংলাদেশ ইতিহাস পরিষদ কর্তৃক ‘আবু মহামেদ হবিবুল্লাহ স্মারক বক্তৃতা’ও আয়োজন করা হয়ে থাকে। যাচাই করার স্বার্থে উল্লেখিত লিংকসমূহ দিলাম। এছাড়া নিবন্ধটিতে প্রয়োজনীয় তথ্যসূত্র যোগ করে নিন্ধটি সমৃদ্ধ করা যেতে পারে। ধন্যবাদ।--Factcheckerhuman (আলাপ) ১৮:৩০, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Factcheckerhuman: করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩৬, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, ধন্যবাদ। -- Factcheckerhuman (আলাপ) ১৫:৪২, ৩১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
"আবু মহামেদ হবিবুল্লাহ" পাতায় ফেরত যান।