আলাপ:আবু আহসান মোহম্মদ সামসুল আরেফিন সিদ্দিক

সাম্প্রতিক মন্তব্য: Ragib কর্তৃক ১৪ বছর পূর্বে

রাগিব ভাই এনার উল্লেখযোগ্যতা কি শুধু মাত্র বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য?? আমি কিন্তু এনার সম্পর্কে কোনো প্রকার আরর্টিকেল পেলেম না।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৬:৫৪, ১৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি উইকিতে তুলনীয় ভুক্তি দেখাই en:President_of_Harvard_University, এতে উল্লেখ করা প্রত্যেকের উপরেই ভুক্তি রয়েছে। গত ৯ বছরের হিসাবে গুগল নিউজ থেকে ইংরেজিতে ৫০৮টি রিপোর্ট পেলাম। এছাড়া বাংলা খবরের কাগজেও ও প্রকাশনায় অনেক নিবন্ধ রয়েছে
উল্লেখ্য, ইনি কিন্তু উপাচার্য নিযুক্ত হন অতি সম্প্রতি, তার আগেই তিনি বিভিন্ন কারণে খবরে এসেছেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটিই যথেষ্ট গুরুত্ববহ বলে আমার বিশ্বাস (যেমনটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ক্ষেত্রেও প্রযোজ্য)। আমি একই কথা কিন্তু বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলবোনা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন কারণেই বাংলাদেশের বেশ গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। --রাগিব (আলাপ | অবদান) ০৭:৪২, ১৭ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
"আবু আহসান মোহম্মদ সামসুল আরেফিন সিদ্দিক" পাতায় ফেরত যান।