আলাপ:আবদুল গফুর হালী

সাম্প্রতিক মন্তব্য: Azamvai কর্তৃক ৫ বছর পূর্বে "Propaganda" অনুচ্ছেদে

Propaganda

সম্পাদনা

নিবন্ধে প্রায় অধিকাংশ লেখাই এক ব্যক্তির বইয়ের পর্যালোচনামূলক। দেখা যাচ্ছে নিবন্ধে আবদুল গফুর হালীর নাম বেশি ব্যবহৃত হয়েছে। --মহীন রীয়াদ (আলাপ) ১৩:৪৯, ১৬ জুলাই ২০১৫ (ইউটিসি)উত্তর দিন

পাঞ্জাবিওয়ালা গানটি গফুর হালীর লেখা গান ন,গীতিকার আহমেদুল হক সিদ্দিকী ১৯৮৩ সালে চট্টগ্রাম থেকে চলে যাওয়ায় তাকে নিয়ে ওয়েব বা পত্রিকায় কিছু লেখা হয়নি। কুতুবদিয়া দ্বীপ অঞ্চলে কোন জাতীয় ও স্থায়ী পত্রিকার সংযোগ না থাকায় এসব গান গুলো তার অবদানকে হেয় করে দেখা হয়েছে। আহমেদুল হক সিদ্দিকীর মতে - এ গান গুলো তার লেখা গান। তিনি বর্তমানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে প্রধামন্ত্রীর আদেশে ২০ গানের রেকর্ড পাঠিয়েছেন। ''মন্ত্রী '' (আলাপ) ১০:৪৫, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

"আবদুল গফুর হালী" পাতায় ফেরত যান।