আলাপ:আকিদা

সাম্প্রতিক মন্তব্য: Md Fahad Al Nahian কর্তৃক ৩ বছর পূর্বে "নাম পরিবর্তনের ব্যাপারে" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প ইসলাম
এই নিবন্ধটি উইকিপ্রকল্প ইসলামের অংশ, যা উইকিপিডিয়ায় ইসলাম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

নাম পরিবর্তনের ব্যাপারে সম্পাদনা

আক্বীদা একটি আরবী শব্দের বাংলা। এখানে আক্বীদার "ক্ব" আরবী হরফ ق (ক্বফ) কে বোঝায়। যা লিখতে বাংলায় "ক্ব" ব্যবহার করতে হয়। এর কারন এই হরফ গলার ভেতর থেকে উচ্চারণ করা হয় আরবীতে। এছাড়াও "ক" দিয়ে আরবী অন্য হরফ ك (কাফ) কে বোঝানো হয়। সেই হিসেবে যদি আকীদা বলা হয় সেখানে আরবী ق (ক্ব) এর স্থলে আরবী ك (কাফ) বোঝানো হয়। যেটি সম্পূর্ণ ভুল এবং অর্থের পরিবর্তন ঘটিয়ে ফেলে। ফলে আকীদা নিবন্ধের নাম আক্বীদা শিরোনামে হওয়া উচিৎ। এমনকি এই নিবন্ধের প্রথম কয়েকটি লাইনের মাঝেও বিষয়টি বলা হয়েছে। এই বিষয়ে সকলের মতামত আশা করছি ।-Nahian (আলাপ) ১৩:৫০, ১৩ মে ২০২০ (ইউটিসি)উত্তর দিন

মতামত সম্পাদনা

"আকিদা" পাতায় ফেরত যান।