আলাপ:অস্কার (নিষেবক বিড়াল)
সাম্প্রতিক মন্তব্য: Hatorininja কর্তৃক ৮ বছর পূর্বে
এই পাতাটি অস্কার (নিষেবক বিড়াল) নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
অস্কার (নিষেবক বিড়াল) পাতাটি ইংরেজী হতে অনুবাদ করা হয়েছে। এই পাতার বিষয়বস্তুর সাথে চিকিৎসা বিদ্যা পুরোপুরি সম্পৃক্ত নয় বলে মনে হতে পারে। প্রবন্ধের সাথে প্রাসঙ্গিক ডেভিড ডজার প্রদত্ত কিছু প্রশ্নোত্তর যথাঃ ডিমেনশিয়া কেন উদ্বিগ্ন জনক , কেন রোগীদের পাশে অস্কার কে রাখা হয় -পাওয়া যাবে এই লিংকে এবং এই লিংকে । আসলে এই তথ্য গুলো অনুবাদ করার পর কোথায় যুক্ত করব তা নিয়ে দ্বিধায় পড়ে যাওয়াতে আর সামনে আগাইনি। মুলত অস্কার ফ্যাক্ট গুলো হতে ইংরেজী উইকির তথ্যের সাথে অনেক তফাত রয়েছে। ডেভিড ডজার সাক্ষাৎকার পড়লে আসল ফ্যাক্ট জানা যায়।