আলাপ:অপারেশন জ্যাকপট

সাম্প্রতিক মন্তব্য: Sabih omar কর্তৃক ১০ বছর পূর্বে "ইনফোবক্স - শক্তিমত্তা" অনুচ্ছেদে

সাহায্য সম্পাদনা

এই প্রবন্ধের বিভিন্ন তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।অপারেশনের সঠিক তারিখ নিয়ে বিভ্রান্তি আছে, ইংরেজী ভুক্তিতেও একই সমস্যার কথা উল্লেখ আছে। এছাড়া ঘটনা বিবরনীও এক বইয়ের সাথে আরেক বইয়ে বেশ কিছু পার্থক্য আছে। কোন বইতেই চট্টগ্রামের অপারেশন ছাড়া বাকি গুলোর তেমন কোন ডিটেইল নাই। আর গানের সংকেতের ব্যাপারেও ঝামেলা হচ্ছে। লক্ষ প্রানের বিনিময়ে ও অন্য একটি বইতে যে গানকে প্রথম সংকেত হিসাবে দেয়া আছে অপারেশন জ্যাকপট ও অন্য আরেকটি বইতে সেটিকে দ্বিতীয় সংকেত হিসেবে বলা হয়েছে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এটা কোন ভাবেই বোঝা যাচ্ছে না যে নৌ-কমান্ডোদের পরিচালিত সবগুলো গেরিলা অপারেশনই কি সামগ্রিকভাবে "অপারেশন জ্যাকপট" নামে পরিচিত? নাকি শুধুমাত্র ১৫/১৬ আগস্ট তারিখের ৪টা প্রথম ও বড় অপারেশনই অপারেশন জ্যাকপট নামে পরিচিত? এটা নিয়েও একেক বইতে একেক রকম লেখা। এমনকি ইংরেজি উইকিতেও আগস্ট-নভেম্বরের সবগুলো অপারেশনকেই একত্রে অপারেশন জ্যাকপট বলা হয়েছে । কিন্তু আবার আমার নিজের জানামতে শুধুমাত্র ১৫/১৬ তারিখের স্পেশাল ঐ সব অপারেশনকে অপারেশন জ্যাকপটবলা হয়। এখন বলেন, কি করব? আর শেষ কথা, আমি মূল প্রবন্ধের শেষে ইংরেজি ভুক্তির লিংক জুড়ে দিতে চাচ্ছিলাম, en:Operation Jackpot লিখে। কিন্তু মূল লেখায় কেন যেন এই ইংরেজি লিংকটা দেখা যাচ্ছে না।ঠিক করে দিন।--তানভী (talk) ২০:৪১, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)তানভীউত্তর দিন

লিংকটি দেখা যাচ্ছে না তা নয়, লিঙ্কটি নিবন্ধের পাতায় সাইটের বাম পাশে অন্যান্য ভাষাসমূহ অংশে যুক্ত হয়েছে। যেখানে ক্লিক করলে ইংরেজী উইকিপিডিয়ার নিবন্ধে চলে যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ২০:৪৮, ৩১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)উত্তর দিন
ও আচ্ছা,আমি ঐটা খেয়াল করিনি। আর বাকি প্রশ্ন গুলার ব্যপারে কি হবে?--তানভী (talk) ০৬:৪৭, ১ জানুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন

অপারেশন জ্যাকপটের সঠিক তারিখঃ অপারেশনের তারিখ ছিল ১৪ই আগষ্ট শেষ রাত্রি অর্থাৎ ১৫ই আগষ্ট সকালে ।এ ব্যাপারে Defence Forum of India অনেক ধরনের অনুসন্ধান চালায় এবং ভারতীয় নৌ-বাহীনির সদর দপ্তর থেকে সঠিক তথ্যাদি সহকারে নৌ-কমান্ডো আমিনুর রহমানের মংলা অপারেশনের উপর লেখা WWW.OPERATION JACKPOT PART 1 & PART 2 প্রতিবেদনে অপারেশন জ্যাকপটের সঠিক তারিখ সংকলিত হয়েছে।Indian Defense Forum এর তারিখ সঠিক এ কারনেই যে হেতু ভারতীয় নৌ-বাহিনী এ অপারেশন তদারকি করেছিল। এ ছাড়াও Indian Defense Forum একটি ভারতীয় আন্ত-বাহিনীর তরঙ্গ কেন্দ্র। User talk:Flugalarm

guerilla সম্পাদনা

Spanish:Guerilla শব্দের উচচারণ গরিলা বা গোআরিলা115.187.53.23 (talk) ০৪:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ভাই বাংলা উচ্চারনে এটাকে গেরিলাই বলে। গরিলাতো ঐ বানর সদৃশ প্রানীর নাম!! আর গেরিলা সর্বোত ভাবে guerrilla fighter দের বাংলা উচ্চারন হিসাবে ব্যবহৃত হয়।--তানভী (talk) ০৫:৫৮, ১৯ ফেব্রুয়ারি ২০১০ (ইউটিসি)তানভীউত্তর দিন

ইনফোবক্স - শক্তিমত্তা সম্পাদনা

পাকিস্তান সেনাবাহিনীর ফোর্সগুলোর নামের বিপরীতে মিত্র বাহিনীর কমান্ডারদের নাম কেন? Sabih omar (আলাপ) ০৩:৫০, ২৫ এপ্রিল ২০১৪ (ইউটিসি)উত্তর দিন

"অপারেশন জ্যাকপট" পাতায় ফেরত যান।