আলাপ:অনসূয়া/ভালো নিবন্ধ ১

সাম্প্রতিক মন্তব্য: Nettime Sujata কর্তৃক ১৩ ঘণ্টা আগে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে

ভালো নিবন্ধের পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ (সম্পাদনা | ইতিহাস) • নিবন্ধের আলাপ (সম্পাদনা | ইতিহাস) • নজরতালিকায় রাখুন

পর্যালোচক: Suvray (আলাপ · অবদান) ১৬:০৩, ৬ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন


প্রাথমিক পর্যালোচনা

সম্পাদনা

Nettime Sujata, আপনার নিবন্ধটি পর্যালোচনা করেছি। ছোট্ট কয়েকটি বিষয়ের দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি ও অগ্রসর হবার প্রয়োজন রয়েছে। যেমন:

  • কিছু লিঙ্কের পুণর্নিদেশ ঠিক করা;
  • সাধু-চলিত রীতির মিশ্রণ রয়েছে। ‘এগুলি’-কে ‘এগুলো’য় নিয়ে আসা; কেননা, উইকিতে চলিত ভাষারীতি অনুসরণ করা হয়।
  • ‘উপলেপ’ শব্দের কাছাকাছি অন্য কোন শব্দ
  • সব চেয়ে = সবচেয়ে, চন্দ্র = চন্দ্র, কাহিনি = কাহিনী, মানবী রূপে = মানবীরূপে, পান্ডুলিপি = পাণ্ডুলিপি, ছিলনা = ছিল না ইত্যাদি সংশোধন করা;
  • বারংবার একই শব্দের লিঙ্ক রাখা (দেবাহুতি);
  • ক্রিতু বলতে ক্রতুকে বুঝিয়েছেন কি?
  • ‘কিন্তু যখন তারা ফিরলেন না, তারা অনসূয়ার কুটিরে গিয়ে দেখেন দেবতারা শিশুতে রূপান্তরিত।’ - বাক্যটি অসম্পূর্ণ।

আপাততঃ উক্ত বিষয়গুলো সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে আমায় জানান। Suvray (আলাপ) ১০:৫৯, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

আমি সংশোধন করছি। কিন্তু আশা করব পর্যলোচনা করার সময় প্রখ্যাত লেখকদের লেখ্য ভাষা অনুসরণ করা হবে। এই মুহূর্তে আমি উইকিসংকলনে যে বই নিয়ে কাজ করছি তা হল লেখক সত্যেন্দ্রনাথ মজুমদারের "আমার দেখা রাশিয়া"। সেখান থেকে দুটি বাক্য তুলে দিলাম, কারণ আপাতত এটিই আমার সামনে আছে। বইয়ের ২ নং পাতায় আছে "নিয়ম মত এ ব্যাপারে প্রাদেশিক গভর্নমেণ্টগুলিরও বক্তব্য আছে এবং তাঁরা ঐসকল ব্যক্তির “অতীত কার্যকলাপ” বিবেচনা করে অসম্মতি জ্ঞাপন করেছেন।" ৫৪ পাতায় আছে "কিন্তু অসহায় পরনির্ভর মানুষগুলি দাসপ্রথায় পশুর মত কায়ক্লেশে বেঁচে আছে, মুক্তি পেলেই যে মারা পড়বে!" এদুটি কোনমতেই সাধুভাষায় লেখা নয়, অর্থাৎ গুলো এবং গুলি-এর সঙ্গে সাধু চলিতের সম্পর্ক নেই বরঞ্চ কথ্য এবং লেখ্য ভাষার সম্পর্ক আছে। এছাড়াও দেখা যাচ্ছে তাঁরা শব্দটি, যেটি সম্মান প্রদর্শনে ব্যবহৃত হয়, অর্থাৎ তিনি থাকলে তাঁর আসা উচিৎ। এই বিষয়ে আমি আগেও প্রতিবাদ জানিয়েছিলাম, আবারও জানাচ্ছি। যিনি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র পড়ে বড় হয়েছেন তাঁর চোখে এ জিনিস বড় দৃষ্টিকটূ। আপনার মতামত একটু জানাবেন, বাংলা আমাদের সকলের মাতৃভাষা। Nettime Sujata (আলাপ) ১৭:২৩, ৭ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

সম্পাদনা
ভালো নিবন্ধ পর্যালোচনা (কোনগুলো ভালো নিবন্ধের গুণাবলী এবং কোনগুলো গুণাবলী নয় সেগুলো সম্পর্কে জানুন)
  1. নিবন্ধটি সুলিখিত
    ক) (গদ্য, বানান ও ব্যাকরণ):  
    খ) (ভূমিকা, বিন্যাস, তালিকা ইত্যাদির রচনাশৈলী):  
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) (তথ্যসূত্র অনুচ্ছেদ আছে):  
    খ) (নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে):  
    গ) (কপিরাইট লঙ্ঘন জাতীয় সমস্যা নেই):  
  3. নিবন্ধের ব্যাপকতা রয়েছে
    ক) (প্রধান বিষয়):  
    খ) (মূল বিষয়বস্তু নিবন্ধে আছে):  
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:  
  5. নিবন্ধটি স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ নেই, ইত্যাদি:  
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) (ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তাতে যথাযথ বর্ণনা আছে কিনা):  
    খ) (উপযুক্ত বর্ণনাসহ ছবির যথাযথ ব্যবহার হয়েছে কিনা):  
  7. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ/অনুত্তীর্ণ:  
"অনসূয়া/ভালো নিবন্ধ ১" পাতায় ফেরত যান।