আলানাহ রে

মার্কিন পর্নোগ্রাফিক অভিনেত্রী

আলানাহ রে (জন্ম: ৯ ফেব্রুয়ারি ১৯৮৮) একজন মার্কিন পর্ন অভিনেত্রী, যিনি এলিজাবেথ কোলম্যান নামে জন্মগ্রহণ করেন।[]

আলানাহ রে
আলানাহ রে ছবির জন্য পোজ নিচ্ছেন।
জন্ম
এলিজাবেথ কোলম্যান

(1988-02-09) ফেব্রুয়ারি ৯, ১৯৮৮ (বয়স ৩৬)[]
জাতীয়তামার্কিন
উচ্চতা৫ ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের
সংখ্যা
১৭৪ (IAFD অনুযায়ী)[]
ওয়েবসাইটalanahrae.com

বৈশিষ্ট্য

সম্পাদনা

আলানাহ রে নীল চোখ এবং সোনালি চুলের অধিকারিণী। তার ওজন ৫০ কেজি এবং উচ্চতা, ৫'৭" ইঞ্চি বা ১৭০ সেমি.।[]

আলানাহ রে ২০০৮ সালে ২০ বছর বয়সে পর্নো তারকা হওয়ার আগে উত্তর ক্যারোলিনায় একটি ফালা ক্লাবে নাচ শুরু করেন। বিভিন্ন ভৃত্য জাতীয় কাজ করার পর তিনি এরিক এভারহার্ডের সাক্ষাত পান যিনি রিয়ালিটি কিংয়ে কিছু কাজ করার জন্য পরিচয় করিয়ে দেন এবং পরবর্তীতে, এজেন্সি লস আঞ্জেলেস ডিরেক্ট মডেলসে পাঠান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইন্টারনেট অ্যাডাল্ট ফিল্ম ডেটাবেজে আলানাহ রে
  2. Alanah Rae Biography
  3. "The Life Story of Alanah Rae"। ৩০ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৮  অজানা প্যারামিটার |1= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা