আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রী কলেজ

ফেনী জেলার একটি বিশ্ববিদ্যালয় কলেজ।

আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজ ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় কলেজ।

আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজ
নীতিবাক্যজ্ঞানই আলো
স্থাপিত১৯৯৫ (1995)
প্রতিষ্ঠাতাএনামুল হক চৌধুরী
চেয়ারপার্সনশিরিন আক্তার (এমপি)
অধ্যক্ষআবুল খায়ের
অবস্থান
ফেনী, বাংলাদেশ
শিক্ষাঙ্গনগ্রামাঞ্চল
ক্রীড়াফুটবল, ক্রিকেট, উচ্চলাফ, ভলিবল, দৌড়, ব্যাডমিন্টন, কাবাডি
ওয়েবসাইটwww.ahahcc.comillaboard.bd

নামকরণ সম্পাদনা

আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ স্থানীয় সমাজ সেবক জনাব এনামুল হক চৌধুরী তার পিতার নামে এটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালে এটি শুধু উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম ছিল। পরবর্তিতে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর কার্যক্রম শুরু হয়।

উচ্চ মাধ্যমিকের বিভাগ সমূহ সম্পাদনা

বিজ্ঞান,

মানবিক,

ব্যবসা শিক্ষা

স্নাতক (সম্মান) এর বিষয় সমূহ সম্পাদনা

বাংলা,

ইংরেজি,

ইসলামের ইতিহাস,

ইসলামের ইতিহাস,

রাষ্ট্র বিজ্ঞান

অর্থনীতি,

ব্যবস্থাপনা,

হিসাববিজ্ঞান

স্নাতক(পাস) এর বিষয় সমূহ সম্পাদনা

বি.এ,

বি.বি.এস

বি.এস.এস

স্নাতকোত্তরের বিষয় সমূহ সম্পাদনা

রাষ্ট্রবিজ্ঞান,

হিসাববিজ্ঞান

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

কলেজে দুটি স্কাউট ইউনিট [১] [২] ও একটি বিএনসিসি [৩] শাখা রয়েছে। এছাড়াও রেডক্রসের কার্যক্রমও হয়ে থাকে।

অবকাঠামো সম্পাদনা

অত্র প্রতিষ্ঠানের দুটি চারতলা বিশিষ্ট বৃহৎ ভবন,একটি তিনতলা বিশিষ্ট ভবন ও একটি একতলা বিএনসিসি, স্কাউট, সাংস্কৃতিকক্রীড়া সংঘ ভবন রয়েছে। কলেজের একটি দৃষ্টিনন্দন শহীদ মিনার ও নান্দনিক ফটক রয়েছে।

ছাত্রাবাস সম্পাদনা

অত্র কলেজের(এমদাদুল হক চৌধুরী ছাত্রাবাস) নিজস্ব একটি আধুনিকায়িত বহুতল ভবন ছাত্রাবাস (ছাত্র-ছাত্রী উভয়ের জন্য) রয়েছে। কলেজ থেকে এটির দূরত্ব ০.৫ কি.মি.। [১]

লাইব্রেরী সম্পাদনা

অত্র কলেজে বিভাগ অন্তর আধুনিকায়িত লাইব্রেরি রয়েছে‌।

খেলার মাঠ সম্পাদনা

অত্র কলেজের প্রায় ৩০০ বর্গ মিটারের একটি বিশাল মাঠ রয়েছে‌। এটিতে বাৎসরিক ক্রীড়া, বিভিন্ন বড় বড় সভা, কনসার্ট,মেলা ও ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়‌।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র এবং উৎস সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২১ 

[৪]

[৫] https://m.facebook.com/Al-Haz-Abdul-Hoque-Chowdhury-University-College-BNCC-Platoon-110694277138307/posts/ Al-Haj Abdul Hoque Chowdhury Government College https://m.facebook.com/pages/category/Video-Creator/aahcdc/