আলমডাঙ্গা সরকারি কলেজ

চুয়াডাঙ্গা জেলার সরকারি কলেজ

আলমডাঙ্গা সরকারি কলেজ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার একটি সরকারি কলেজ।[] কলেজটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[][] কলেজটি ২০১৮ সালের ১৭ই আগস্ট সরকারি কলেজ হিসেবে ঘোষিত হয়।[]

আলমডাঙ্গা সরকারি কলেজ
প্রাক্তন নাম
আলমডাঙ্গা ডিগ্রী কলেজ
ধরনসরকারি
স্থাপিত১৯৬৫; ৫৯ বছর আগে (1965)
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মোহাঃ আব্দুল মোনয়েম
শিক্ষার্থী৫০০০ জন (প্রায়)
অবস্থান
কলেজ পাড়া রোড, আলমডাঙ্গা
,
জাতীয় বিশ্ববিদ্যালয় কোড০৮০৪
ইআইআইএন১১৫৩৩০
আয়তন১১ একর (৪৫,০০০ মি)
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটadgc.edu.bd
মানচিত্র

বিভাগসমূহ

সম্পাদনা

আলমডাঙ্গা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে ০৩টি বিষয়, ০৪ ধরনের ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স এবং ০৮টি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স চালু রয়েছে।[]

  • উচ্চ মাধ্যমিক
    • বিজ্ঞান
    • মানবিক
    • বানিজ্য
  • ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
    • বি.এ
    • বি.এস.এস
    • বি.এস.সি
    • বি.বি.এস
  • ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
    • বাংলা
    • ইংরেজি
    • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
    • রাষ্ট্র বিজ্ঞান
    • সামাজিক বিজ্ঞান
    • ইকোনমিকস
    • অ্যাকাউন্টিং
    • ম্যানেজমেন্ট

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সদর সরকারিকৃত আলমডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা এর আর্থিক ক্ষমতা প্রদান প্রসঙ্গে (৪৫)"মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১১ 
  2. "আলমডাঙ্গা সরকারি কলেজের শিখা ভাস্বর-৯২ এর ঈদপুনর্মিলনী"নয়া দিগন্ত। ২০২৩-০৭-০৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১২ 
  3. "আলমডাঙ্গা সরকারি কলেজে নবাগত অধ্যক্ষের যোগদান"মেহেরপুর প্রতিদিন। ২০২৩-১১-১৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১২ 
  4. স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গা (২০২২-০৪-২৭)। "সাময়িক নিযুক্ত ভারপ্রাপ্ত দিয়ে আর কতদিন চলবে আলমডাঙ্গা সরকারি কলেজ"দৈনিক মাথাভাঙ্গা। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "আলমডাঙ্গা সরকারি কলেজের বিষয় সমূহ"জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-১১