আলমডাঙ্গা আলিম মাদ্রাসা
আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান।
আলমডাঙ্গা আলিম মাদ্রাসা আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত একটি আলিয়া মাদ্রাসা।[১][২] মাদ্রাসাটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত করেন মাওলানা রবিউল হক আনসারী, তিনিই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।[১] বর্তমানে মাদ্রাসার অধ্যক্ষ হলেন চুয়াডাঙ্গা জেলার মুফতি সিরাজুল ইসলাম। মাদ্রাসার ইআইআইএন সংখ্যা হচ্ছে ১১৫৩১৯।
আলমডাঙ্গা আলিম মাদ্রাসা | |
---|---|
অবস্থান | |
তথ্য | |
ধরন | এমপিও ভুক্ত |
নীতিবাক্য | শিক্ষাই জাতির মেরুদণ্ড |
প্রতিষ্ঠাকাল | ১৯৬৮ |
ইআইআইএন | ১১৫৩১৯ |
প্রধান শিক্ষক | মুৃফতিঃ মোঃ সিরাজুল ইসলাম |
শিক্ষার্থী সংখ্যা | ৯০০ |
ডাকনাম | আলমডাঙ্গা মাদ্রাসা |
শিক্ষা কার্যক্রম
সম্পাদনামাদ্রাসাটি আলমডাঙ্গা উপজেলা শহরে প্রায় ১৫ বিঘা জমির উপর অবস্থিত। মাদ্রাসায় প্রায় ৮০০ জন ছাত্র-ছাত্রী ও ২৮ জন শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারী রয়েছেন। ৬টি নতুন-পুরাতন ভবনে ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে আলিম শ্রেণী পর্যন্ত ক্লাস হয়।
এই মাদ্রাসায় রয়েছে দৃষ্টি নন্দিত একটি মসজিদ রয়েছে, এছাড়া বিশাল খেলার মাঠ ও এক পাশে সুন্দর ফুলের বাগান রয়েছে।
সহশিক্ষা কর্মসূচী
সম্পাদনা- স্কাউটিং
- খেলাধুলা (অ্যাথলেটিক্স, ক্রিকেট ও ফুটবল)
- বিতর্ক
- সাংস্কৃতিক অনুষ্ঠান
- শিক্ষা সফর ইত্যাদি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "আলমডাঙ্গা আলিয়া মাদ্রাসা :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৫।
- ↑ "Alamdanga Siddiquia Alim Madrasah - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৫।