আলভিরা খান

ভারতীয় চলচ্চিত্র প্রযোজক

আলভিরা খান একজন ভারতীয় চলচ্চিত্র প্রযোজক এবং ফ্যাশন ডিজাইনার।[১][২][৩] ২০১৬ সালে, সুলতান চলচ্চিত্রে তার কাজের জন্য শ্রেষ্ঠ কাস্টম ডিজাইনের জন্য স্টারডাস্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

আলভিরা খান
আলভিরা খান
জন্ম (1969-12-13) ১৩ ডিসেম্বর ১৯৬৯ (বয়স ৫৪)
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র প্রযোজক, ফ্যাশান ডিজাইনার
দাম্পত্য সঙ্গীআতুল অগ্নিহোত্রী (বি. ১৯৯৬)
সন্তান
পিতা-মাতাসেলিম খান (বাবা)
সুশিলা চরক (মাতা)
আত্মীয়দেখুন খান পরিবার

কর্মজীবন সম্পাদনা

২০১১ সালের হিন্দি চলচ্চিত্র বডিগার্ড-এ সহকারী-প্রযোজক হিসেবে কাজের মাধ্যমে আলভিরা খান তার কর্মজীবন শুরু করেন।[৪]

তার পিতা সেলিম খান একজন হিন্দি চলচ্চিত্রের চিত্রনাট্যকার এবং কাহিনীকার হিসেবে কাজ করেছেন। তার বড় ভাই হচ্ছেন প্রখ্যাত অভিনেতা সালমান খান[৫][৬][৭][৮][৯] এবং তিনি তার চলচ্চিত্রে কাজের জন্য ডিজাইনের কাজ শিখেন।[১০]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

আলভিরা খান প্রযোজক অতুল অগ্নিহোত্রির সাথে বিবাহ বন্ধনে আবন্ধ হন এবং এই দম্পত্তির ২টি সন্তান সন্তান রয়েছে। একজনের নাম আলিজাহ ও অপরজনের নাম আয়ান।[১১]

পুরস্কার সম্পাদনা

  • স্টারডাস্ট পুরস্কার - ২০১৬ - সেরা কাস্টম ডিজাইন - সুলতান চলচ্চিত্র[১২]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা