আলব্রেখট ড্যুরার

আলব্রেখট ড্যুরার (ইংরেজি Albrecht Dürer) (জার্মানি: [ˈalbʁɛçt ˈdyːʁɐ][১]; ২১ মে, ১৪৭১– ৬ এপ্রিল, ১৫২৮)[২] একজন জার্মান চিত্রকর, গাণিতিক ও তাত্ত্বিক। তার অতি উচ্চমান সম্পন্ন কাঠ-খোঁদাই শিল্প মাত্র বিশ বছর বয়সেই ড্যুরারকে ইউরোপের খ্যাতিমান শিল্পীদের তালিকায় স্থান দেয়, এমনকি এখন পর্যন্ত তিনি উত্তর-রেনেসাঁস বা পুনর্জাগরণের অন্যতম বিখ্যাত শিল্পী হিসেবে বিবেচিত। বেদি, ধর্ম সংক্রান্ত বিষয়, বহু প্রতিকৃতি এবং কিছু আত্মপ্রতিকৃতি তিনি অঙ্কন করেন। তার দিব্যপ্রকাশ সিরিজ কাঠখোদাই ছিল অনেক বেশি গথিক ভাবধারার। নাইট, ডেথ অ্যান্ড দ্য ডেভিল, সেইন্ট জেরোম ইন হিজ স্টাডিজ, মেলেনকোলিয়া ইত্যাদি তার বিখ্যাত শিল্পকর্ম। তার জলরঙ কর্ম দেখে ধারণা করা হয়, তিনি ইউরোপের প্রথম দিকের ল্যান্ডস্ক্যাপ শিল্পীদের অন্যতম।

আলব্রেখট ড্যুরার
Durer selfporitrait.jpg
২৮ বছর বয়সে আঁকা আত্মপ্রতিকৃতি (১৫০০)
জন্ম(১৪৭১-০৫-২১)২১ মে ১৪৭১
মৃত্যু৬ এপ্রিল ১৫২৮(1528-04-06) (বয়স ৫৬)
জাতীয়তাজার্মান
পরিচিতির কারণ
আন্দোলনউচ্চ রেনেসাঁস

চিত্রকর্ম-সমূহসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "doo r-er, dyoo r-" "Dürer, Albrecht". Random House Webster's Unabridged Dictionary.
  2. Müller, Peter O. (1993) Substantiv-Derivation in Den Schriften Albrecht Dürers, Walter de Gruyter. আইএসবিএন ৩-১১-০১২৮১৫-২.

বহিঃসংযোগসম্পাদনা