প্রিন্টমেকিং বা ছাপচিত্র, সাধারণত কাগজের উপর মুদ্রণ প্রক্রিয়ায় শিল্পকর্ম তৈরির কৌশল। ছাপচিত্র সাধারণভাবে এমন এক মুদ্রণ তৈরির প্রক্রিয়াকে ইঙ্গিত করে যেখানে মৌলিক শিল্পকর্মটির উপাদান বিদ্যমান থাকে, এমনকি এটিকে ওই চিত্রকর্মের আলোকচিত্রের প্রতিভাষও বলা যায়। শুধুমাত্র মনোটাইপিং বা সতন্ত্রছাপের ক্ষেত্র ব্যতীত প্রক্রিয়াটি একইসাথে একাধিক সংস্করণ তৈরি করতে সমর্থ, এবং এই বিষয়টিকে মুদ্রণ বা ছাপ বলা হয়। যদিও সকল ছাপচিত্র হুবুহু বা "অনুলিপি" হিসেবে বিবেচনার পরিবর্তে "মূল" কর্ম হিসেবেই বিবেচিত হয়ে থাকে।

কাৎসুশিকা হোকুসাই কানাগাওয়ার লহরীতলে, ১৮২৯/১৮৮৯, রঙিন কাঠখোদাই, রিজস্ক জাদুঘর সংগ্রহ

আরো দেখুন সম্পাদনা

 
রেমব্রন্ট, খ্রিষ্টের প্রচার, (হান্ড্রেড গিল্ডার প্রিন্ট); নকশাকাটা (এচিং) আনুমানিক ১৬৪৮ খ্রিস্টাব্দ
 
অ্যালবার্ট ড্যুর, সেন্ট জেরোম তার চর্চায়, ১৫১৪।

তথ্যসূত্র সম্পাদনা

আরো পড়ুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

ছাপচিত্রের ইতিহাস; শব্দকোষ