আলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশন (আলবেনীয়: Federata Shqiptare e Futbollit, ইংরেজি: Albanian Football Association; এছাড়াও সংক্ষেপে এএফএ নামে পরিচিত) হচ্ছে আলবেনিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৩০ সালের ৬ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৪ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আলবেনিয়ার রাজধানী তিরানায় অবস্থিত।
এই সংস্থাটি আলবেনিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাটেগরিয়া সুপারিওরে, আলবেনীয় কাপ এবং আলবেনীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আলবেনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আর্মান্ড ডুকা এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইলির শুকলু।
নং
|
নাম
|
কার্যকাল
|
১
|
লুইগি শালা
|
১৯৩০
|
২
|
ইজেডিন বেশিরি
|
১৯৩২
|
৩
|
আন্টন মাজরেকু
|
১৯৪৫–১৯৭০
|
৪
|
জাইবার কোনচি
|
১৯৭০–১৯৮০
|
৫
|
ক্রিস্টাক মিচো
|
১৯৮০–১৯৯০
|
৬
|
এডুয়ার্ড ডেরভিশি
|
১৯৯০–১৯৯৭
|
৭
|
মিচো পাপাধোপুলি
|
১৯৯৭–২০০২
|
৮
|
আর্মান্ড ডুকা
|
২০০২–বর্তমান
|
- ৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান |
নাম
|
সভাপতি |
আর্মান্ড ডুকা
|
সহ-সভাপতি |
এডভিন লিবোহোভা
|
লুফটি নুরিও
|
সাধারণ সম্পাদক |
ইলির শুকলু
|
কোষাধ্যক্ষ |
এডভিন লিবোহোভা
|
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক |
ট্রিটান কোকোনা
|
প্রযুক্তিগত পরিচালক |
ইলির শুকলু
|
ফুটসাল সমন্বয়কারী |
ড্রিটান বাবামুস্টা
|
জাতীয় দলের কোচ (পুরুষ) |
এডোয়ার্ডো রেয়া
|
জাতীয় দলের কোচ (নারী) |
আরমির গ্রিমায়
|
রেফারি সমন্বয়কারী |
সোকোল ইয়ারেৎসি
|