আর রহমান মসজিদ, আলজেরিয়া

আর রহমান মসজিদ (এছাড়াও চেরচেলের শত কলামের মসজিদ[১] নামে পরিচিত) আলজেরিয়ার টিপাজা প্রদেশের চেরচেলে অবস্থিত একটি 'রোমান' মসজিদ।

আর রহমান মসজিদ
চেরচেলের আর রহমান মসজিদ, অটোম্যান সাম্রাজ্যের সময়ে মসজিদ হিসাবে নির্মিত এবং সিজারিয়ার ফোরামে রোমান পৌত্তলিক মন্দির ছিলো
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানচেরচেল
 আলজেরিয়া
আর রহমান মসজিদ, আলজেরিয়া আলজেরিয়া-এ অবস্থিত
আর রহমান মসজিদ, আলজেরিয়া
আলজেরিয়ায় অবস্থান
স্থানাঙ্ক৩৬°৩৬′২৭″ উত্তর ২°১১′১৬″ পূর্ব / ৩৬.৬০৭৫০° উত্তর ২.১৮৭৭৮° পূর্ব / 36.60750; 2.18778
স্থাপত্য
ধরনমসজিদ
সম্পূর্ণ হয়১৫৭৪

এই ভবনটি সেন্ট পলের প্রাক্তন প্রধান গির্জা ছিল এবং এটি একটি রোমান মন্দিরের ধ্বংসাবশেষের উপরে নির্মাণ করা হয়েছে।[২] ১৫৭৪ সাল থেকে এই মসজিদটি ব্যবহৃত হচ্ছে।

চিত্র সম্পাদনা

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা