প্রধান সড়ক, কক্সবাজার

(আর১৮০ (বাংলাদেশ) থেকে পুনর্নির্দেশিত)

প্রধান সড়ক হলো বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের জেলা কক্সবাজারে অবস্থিত ৫ কিমি (৩.১ মা) দৈর্ঘ্যের একটি আঞ্চলিক মহাসড়ক

আঞ্চলিক সড়ক ১৮০ shield}}
আঞ্চলিক সড়ক ১৮০
প্রধান সড়ক
পথের তথ্য
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য৫ কিমি (৩.১ মা)
প্রধান সংযোগস্থল
পূর্ব প্রান্ত:কেন্দ্রীয় বাস টার্মিনাল, কক্সবাজার জেলা
পশ্চিম প্রান্ত:জিরো পয়েন্ট, কক্সবাজার
অবস্থান
প্রধান শহরকক্সবাজার
মহাসড়ক ব্যবস্থা
এন১১০ জেড১১৩২

পটভূমি সম্পাদনা

প্রধানের সড়কের দৈর্ঘ্য ৫ কিমি। এটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে হাশেমিয়া মাদ্রাসা পর্যন্ত বিস্তৃত।[১] এই সড়কটি আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের অধীনে ছিল। পরে এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে হস্তান্তর করা হয় যা এখন এর রক্ষণাবেক্ষণের জন্য দায়বদ্ধ।[২]

সম্প্রসারণ সম্পাদনা

২০১৯ সালে সড়কটিকে চার লেনে রূপান্তর করার জন্য সিডিএ কর্তৃক প্রস্তাবিত একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে চূড়ান্ত করা হয়েছিলো। রাস্তা প্রশস্তকরণের জন্য প্রায় ৳২৯৪.১৫ কোটি বাজেট নির্ধারণ করা হয়েছিলো।[৩] ১৮ অক্টোবর ২০২০ সালে মহাসড়কটি সংস্কার ও প্রশস্তকরণ শুরু হয়।[১] প্রকল্পের সময়সীমা ২০২৩ সালে নির্ধারণ করা হলেও কর্তৃপক্ষ ২০২২ সালের মধ্যে শেষ করতে চেয়েছিলো।[৪]

যাত্রাপথ সম্পাদনা

  1. সংযোগ সড়ক
  2. বিজিবি ক্যাম্প
  3. ১৬ ইসিবি গ্রাউন্ড
  4. রুমালিয়া
  5. জিরো পয়েন্ট

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কক্সবাজার শহরের প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু"ডিবিসিনিউজ.টিভি। ১৮ অক্টোবর ২০২০। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ 
  2. বড়ুয়া, সুনীল (৯ জানুয়ারি ২০২০)। "কক্সবাজারে রাস্তাঘাটের বেহাল দশা, প্রভাব পড়ছে পর্যটনে"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ 
  3. আলমগীর, সায়ীদ (২১ জুলাই ২০১৯)। "চার লেনে উন্নীত হচ্ছে কক্সবাজারের প্রধান সড়ক"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ 
  4. রহমান, সাকিবুর (১২ অক্টোবর ২০২১)। "পাঁচ মিনিটের রাস্তা যেতে লাগে ৪০ মিনিট"নিউজবাংলা২৪.কম। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩