আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ

বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত একটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ১৯৯৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ খ্রিষ্টাব্দে উচ্চ মাধ্যমিকে পাঠদান শুরু করে। [১]

আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, ঢাকা
ঠিকানা
মানচিত্র
সেক্টর-০২, উত্তরা মডেল টাউন


,
১২৩০

বাংলাদেশ
স্থানাঙ্ক২৩°৫১′৩০″ উত্তর ৯০°২৪′২১″ পূর্ব / ২৩.৮৫৮৪° উত্তর ৯০.৪০৫৮° পূর্ব / 23.8584; 90.4058
তথ্য
প্রতিষ্ঠাকাল৩১ জানুয়ারি ১৯৯৬; ২৮ বছর আগে (1996-01-31)
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
কর্তৃপক্ষআর্মড পুলিশ ব্যাটালিয়ন
বিদ্যালয় কোডকলেজ কোড: ১৬০৫
ইআইআইএন১০৮৫৪২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শিক্ষকমণ্ডলী৪০
ভর্তি৬০০
ভাষাবাংলা
বিদ্যালয়ের কার্যসময়৮ ঘণ্টা
ক্যাম্পাসের ধরনশহুরে
ওয়েবসাইটapbncd.edu.bd

অবস্থান সম্পাদনা

আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, উত্তরা-২, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০।

ইতিহাস সম্পাদনা

প্রতিষ্ঠানটি ১৯৯৬ সাল থেকে যাত্রা শুরু করে ১৯৯৯ সালে নিন্ম মাধ্যমিক, ২০০৩ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক খোলার অনুমতি পায়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে ক্লাস হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।আর্মড পুলিশ ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয় প্রতিষ্ঠানটি।

ক্রীড়া কার্যক্রম সম্পাদনা

প্রতি বছর আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন করা হয়। এইদিনে নানা ধরনের খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইন্টার স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং ইন্টার স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "BOARD OF INTERMEDIATE AND SECONDARY EDUCATION, DHAKA" (পিডিএফ)dhakaeducationboard.gov.bd 

বহিঃসংযোগ সম্পাদনা