আরমান মানারিয়ান ( আর্মেনীয়: Արման Մանարյան ; ১৫ ডিসেম্বর ১৯২৯ - ১৬ ফেব্রুয়ারি ২০১৬) একজন ইরানী বংশোদ্ভূত আর্মেনিয়ান চলচ্চিত্র পরিচালক ছিলেন। [১] [২] তিনি অভিনেতা ইয়েরভান্দ মানারিয়ানের ভাই ছিলেন। তিনি ১৯৪৬ সালে সোভিয়েত আর্মেনিয়ায় প্রত্যাবর্তন করেন এবং ১৯৫২ সাল ইয়েরেভান স্টেট কনজারভেটরি বিশ্ববিদ্যালয় থেকে এবং ১৯৬২ সালে মস্কো ইনস্টিটিউট অফ সিনেমাটোগ্রাফি থেকে স্নাতক ডিগ্ৰি লাভ করেন। তারপর থেকে তিনি আরমেনফিল্মে কাজ করা শুরু করেন। [৩] তিনি ২০১৬ সালে ৮৬ বছর বয়সে মারা যান [৪]

আরমান মানারিয়ান
জন্ম(১৯২৯-১২-১৫)১৫ ডিসেম্বর ১৯২৯
মৃত্যু১৬ ফেব্রুয়ারি ২০১৬(2016-02-16) (বয়স ৮৬)
জাতীয়তাআর্মেনিয়ান
পেশাচলচ্চিত্র পরিচালক

ছায়াছবি সম্পাদনা

  • Tjvjik (১৯৬২)
  • মরগানের আত্মীয় (১৯৭০)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Arman Manaryan"IMDb। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩ 
  2. "Manaryan, Armen"। Armenian Association of Film Critics and Cinema Journalists। ২৯ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৩ 
  3. "Tzhvzhik"Golden Apricot International Film Festival Website। ২৫ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৩ 
  4. Մահացել է Արման Մանարյանը