আরতি দত্ত

ভারতীয় সমাজকর্মী

আরতি দত্ত (১৯২৪-২০০৩) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় সমাজকর্মী ছিলেন।[১] তিনি ১৯৬৫ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত দুই মেয়াদে অ্যাসোসিয়েট কান্ট্রিউইমেন অফ দ্য ওয়ার্ল্ড-এর বিশ্ব সভাপতি ছিলেন এবং পরবর্তীকালে তাদের সম্মানিত সদস্য হন। তিনি আন্তর্জাতিক মহিলা জোটের আন্তর্জাতিক উপ সভাপতিও ছিলেন। ভারতে তিনি সরোজ নলিনী দত্ত মেমোরিয়াল অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, যেটি ১৯৭০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত নারীদের কাজের জন্য একটি নিবেদিত সংস্থা ছিল। তিনি ১৯৪২ সাল থেকে সেই সংস্থায় বিভিন্ন পদে কাজ করেছিলেন। তিনি ভারতে বেশ কয়েকটি সমাজ কল্যাণমূলক সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং আরও অনেককে তাঁর সাথে এই সকল সংস্থায় সংযুক্ত ছিলেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং নেদারল্যান্ডসের হেগের সামাজিক স্টাডিজ ইনস্টিটিউট থেকে সমাজকল্যাণ বিভাগে ডিপ্লোমা অর্জন করেছিলেন।

আরতি দত্ত
জন্ম১৯২৪
মৃত্যু২০০৩
পেশাসমাজকর্মী
দাম্পত্য সঙ্গীবীরেন্দ্রসদয় দত্ত
সন্তানদেবসদয় দত্ত
পিতা-মাতা

প্রাথমিক জীবন ও শিক্ষা সম্পাদনা

আরতি দত্ত জন্ম ১৯২৪ সালের ২৩শে সেপ্টেম্বর তারিখে। তিনি সত্যেন্দ্র চন্দ্র মিত্র এবং উমা মিত্রের ঘরে আরতি মিত্র নামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন। তাঁর বাবা একজন মুক্তিযোদ্ধা এবং রাজনীতিবিদ ছিলেন। এক সময়ের জন্য তাঁর বাবা নতুন দিল্লিতে কেন্দ্রীয় আইনসভার সদস্য ছিলেন। কিন্তু ব্রিটিশ ভারতে ব্রিটিশ সরকার বিধিবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাঁকে কারাবরণ করতে হয়েছিল। তরুণ আরতি তাঁর শৈশবকাল ভারতের বহু জায়গায় ভ্রমণ করে কাটিয়েছিলেন। আরতি প্রাথমিকভাবে বাড়িতে তাঁর পড়াশোনা সম্পন্ন করেছিলেন। অবশেষে, যখন তাঁর বাবা বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সভাপতি হন, তখন আরতি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ দর্শনশাস্ত্র বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন।

কর্মজীবন সম্পাদনা

১৯৪২ সালে তিনি আইসিএস গুরুসদয় দত্তের একমাত্র পুত্র বীরেন্দ্রসদয় দত্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তিনি বলতেন যে তিনি এমন কোনও "অভ্যন্তরীণ ডাক"-এ সাড়া না দিয়ে পারবেন না, যা তাঁকে সমাজসেবায় নিয়ে যাবে, এবং তিনি এর মধ্যেই বিবাহ করেছেন। তাঁর শ্বশুর তাঁর স্ত্রীর স্মরণে সরোজ নলিনী দত্ত মেমোরিয়াল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন, যা মহিলাদের কল্যাণে নিবেদিত একটি মহিলা সংস্থা। দত্ত পরিবার সমাজকল্যাণের ক্ষেত্রে তাঁদের কাজের জন্য খ্যাতিমান ছিলেন, তাই আরতি মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করার পরপরই এই কাজটি গ্রহণ করেছিলেন। তাঁদের একমাত্র সন্তান দেবসদয় ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর নাতি হলেন রাজসদয় (জন্ম: ১৯৭৪) এবং শিবসদায় (জন্ম: ১৯৭৮)

সম্মাননা সম্পাদনা

১৯৫৮ সালে, তিনি নেদারল্যান্ডসের হেগের সামাজিক স্টাডিজ ইনস্টিটিউটে আন্তর্জাতিক সমাজকল্যাণে ডিপ্লোমা করার জন্য বৃত্তি অর্জন করেছিলেন। ১৯৫৯ সালে তিনি "স্বল্প আয়ের দেশগুলোর জন্য সমাজকল্যাণ পরিকল্পনা" পত্রিকার জন্য ডিপ্লোমা পেয়েছিলেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Aroti Dutt"peoplepill.com। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২০