আরকা গদিনিয়া

পোল্যান্ডের ফুটবল ক্লাব

মোরস্কি জভিয়ঁজকোভি ক্লুব স্পোর্তোভি আরকা গদিনিয়া (পোলীয় উচ্চারণ: [ˈarka ˈɡdɨɲa], পোলীয়: Arka Gdynia; এছাড়াও শুধুমাত্র আরকা গদিনিয়া নামে পরিচিত) হচ্ছে গদিনিয়া ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে।[২] আরকা গদিনিয়া তাদের সকল হোম ম্যাচ গদিনিয়ার স্তাদিওন গোসিরে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,১৩৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইরেনেউশ মামরোত এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রাদোমির সোবচাক। পোলীয় রক্ষণভাগের খেলোয়াড় আদাম মার্চিনিয়াক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

আরকা গদিনিয়া
পূর্ণ নামমোরস্কি জভিয়ঁজকোভি ক্লুব স্পোর্তোভি আরকা গদিনিয়া
ডাকনামশ্লেজি (হেরিং)
জুতো-নিবিয়েৎসে (হলুদ-নীল)
প্রতিষ্ঠিত১৯২৯; ৯৫ বছর আগে (1929)
ক্লুব স্পোর্তোভি গদিনিয়া হিসেবে
মাঠস্তাদিওন গোসির
ধারণক্ষমতা১৫,১৩৯[১]
সভাপতিপোল্যান্ড রাদোমির সোবচাক
ম্যানেজারপোল্যান্ড ইরেনেউশ মামরোত
লিগএকস্ত্রাকলাসা
২০১৮–১৯১৩তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, আরকা গদিনিয়া এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি পোলীয় কাপ, ২টি পোলীয় সুপার কাপ এবং ১টি আই লিগা শিরোপা রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "স্তাদিওন গোসির" (পোলীয় ভাষায়)। আরকা গদিনিয়া। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১১ 
  2. "আরকা গদিনিয়ার প্রতিষ্ঠা" (পোলীয় ভাষায়)। আরকা গদিনিয়া। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:আরকা গদিনিয়া টেমপ্লেট:একস্ত্রাকলাসা