আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন

আয়ারল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (আইরিশ: Cumann Peile na hÉireann[]; এছাড়াও সংক্ষেপে এফএআই নামে পরিচিত) হচ্ছে আয়ারল্যান্ডের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৩ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত।

আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯২১; ১০৩ বছর আগে (1921)[]
সদর দপ্তরডাবলিন, আয়ারল্যান্ড
ফিফা অধিভুক্তি১৯২৩[]
উয়েফা অধিভুক্তি১৯৫৪
সভাপতিপ্রজাতন্ত্রী আয়ারল্যান্ড গেরি ম্যাকঅ্যানানি
সহ-সভাপতিপ্রজাতন্ত্রী আয়ারল্যান্ড পল কুক
ওয়েবসাইটwww.fai.ie

এই সংস্থাটি আয়ারল্যান্ডের পুরুষ, অনূর্ধ্ব-২৩ এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে আয়ারল্যান্ড প্রিমিয়ার বিভাগ লীগ, আয়ারল্যান্ড প্রথম বিভাগ লীগ এবং এফএআই কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন গেরি ম্যাকঅ্যানানি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন গ্যারি ওয়েন্স।

এফএআই-এর সভাপতির অধীনে পাঁচ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি রয়েছে, যারা ব্যয় আদায় করে, পাশাপাশি সাধারণ সম্পাদক জো মারফির নেতৃত্বে একটি বেতনভোগী প্রশাসনিক কর্মচারী রয়েছে।[] এছাড়াও এজিএম-এ ভোট দেওয়ার প্রতিনিধিদের একটি সাধারণ পরিষদ রয়েছে। সিনিয়র ক্লাবগুলোর পাশাপাশি, জেনারেল কাউন্সিলে বিভিন্ন অনুমোদিত সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে:[]

২০০৩ সালের "দ্বিতীয় জেনেসিস" প্রতিবেদন (এফআইএ-র দ্বারা নির্মিত এবং স্বতন্ত্র সমালোচনামূলক জেনেসিস রিপোর্ট প্রকাশের পরে) একটি স্ব-স্বতন্ত্র প্রতিবেদন প্রকাশের পরে সাংগঠনিক কাঠামোয় সাম্প্রতিক পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে রয়েছে সুপারিশগুলোর সাথে সামঞ্জস্য রেখে জাতীয় ফুটবল লীগ সিস্টেমের পুনর্গঠন।[]

মুখ্য ব্যক্তি

সম্পাদনা
সরকারি কর্মচারী
কার্যালয় নাম কার্যকাল
সাধারণ সম্পাদক জো উইকহ্যাম ১৯৩৬–১৯৬৮
পিডার ও'ড্রিস্কল ১৯৬৮–১৯৮৮
ড. টনি ও'নেইল ১৯৮৮–১৯৯০
শন কনোলি ১৯৯০–১৯৯৬
প্রধান নির্বাহী বার্নার্ড ও'বাইর্ন ১৯৯৭–২০০১
ব্রেন্ডন মেন্টন ২০০১–২০০৩
ফ্রান রুনি ২০০৩–২০০৪
জন ডেলানি ২০০৪–বর্তমান

*জন ডেলানি ২০০৪–০৬ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সিইও ছিলেন

কর্মকর্তা

সম্পাদনা
৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি গেরি ম্যাকঅ্যানানি
সহ-সভাপতি পল কুক
সাধারণ সম্পাদক গ্যারি ওয়েন্স
কোষাধ্যক্ষ এডি মারে
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক পিটার শেরার্ড
প্রযুক্তিগত পরিচালক রুড ডক্টার
ফুটসাল সমন্বয়কারী ডেরেক ও নিল
জাতীয় দলের কোচ (পুরুষ) স্টিফেন কেনি
জাতীয় দলের কোচ (নারী) ভেরা পাও
রেফারি সমন্বয়কারী জন ওয়ার্ড

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০ 
  2. "Football Association of Ireland Rules effective from 27th July 2019"। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২০ 
  3. "FAI chief executive John Delaney says he turned down a job which paid three times his current salary"। Raidió Teilifís Éireann। ২০ মার্চ ২০১৩। ১৯ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১৩ 
  4. "Football Association of Ireland"fai.ie। ৩১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৮ 
  5. "Proposals on the strategic direction of the National League 2007–2012" (পিডিএফ)। FAI / eircom League Implementation Committee। ২০০৬। ১৮ মার্চ ২০০৯ তারিখে মূল (pdf) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০০৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা