নাভির মধ্য দিয়ে যাওয়া অনুপ্রস্থ তলটি হচ্ছে আম্বিলিকাল তল।

আম্বিলিকাল তল
মানবদেহের প্রধাম প্রধান শারীরস্থানিক তলসমূহ হচ্ছেঃ মধ্যমা (লাল), প্যারাস্যাজিটাল (হলুদ), সম্মুখ বা করোনাল (নীল) এবং অনুপ্রস্থ বা অক্ষীয় তল(সবুজ)। এক্ষেত্রে অনুপ্রস্থ তলটি হল একটি আম্বিলিকাল তল, কারণ এটি নাভির মধ্য দিয়ে যায়।
আম্বিলিকাস বা নাভি
শারীরস্থান পরিভাষা

এটি মধ্য-অনুপ্রস্থ তলের অবস্থানের সদৃশ, যা কোমরের মধ্য দিয়ে যাওয়া অনুপ্রস্থ তল, যা দেহকে মোটামুটিভাবে দুটি খণ্য়ডে বিভক্ত করেঃ উপরের দিকে ধড়, বাহু ও মাথা, এবং নিচের দিকে শ্রোণী ও পা (বাহুদুটি লম্বালম্বিভাবে ছড়িয়ে রাখলে হাত সহ)। ছবিতে এই তলটাই দেখা যাচ্ছে।