নাভি
নাভি মানব দেহের বহিরাঙ্গের একটি বিশেষ স্থান। মাতৃগর্ভে থাকা কালে মানব ভ্রূণে যে নাড়ির মাধ্যমে মায়ের শরীর থেকে খাদ্য সংবাহিত হয় শিশুর জন্মকালে তা কেটে ফেলা হয় এবং একটি প্যাঁচ দিয়ে কাটা মুখ বন্ধ করা হয়। এই সুস্পষ্ট অংশটি মানবদেহের তলপেটের ঠিক ওপরে চিরকাল দৃশ্যমান থাকে এবং নাভি নামে আখ্যায়িত। চিকিৎসা শাস্ত্রে একে বলা হয় আম্বিলিকাস। সকল স্তন্যপায়ী প্রাণী যাদের জন্ম মাতৃ জরায়ুতে তাদের নাভী থাকে।
কাঠামো
সম্পাদনাআপাতত ইংরেজি আর্টিকেল টি ব্যবহার করা হচ্ছে, খুব শীঘ্রই অনুবাদ দেওয়া হবে।
গঠন
সম্পাদনা
চিকিৎসাশাস্ত্রীয় তাৎপর্য
সম্পাদনানাভির যত্ন
সম্পাদনানবজাতকের নাভির প্রযত্ন
সম্পাদনাঅসুখ-বিসুখ
সম্পাদনানাভীসংশ্লিষ্ট অন্যান্য সমস্যা
সম্পাদনানাভিতে ব্যাক্টেরিয়ার সংক্রমণে প্রদাহ সৃষ্টি হতে পারে। এতে দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং নাভিমূলে পুঁজ দেখা দিতে পারে। এই সমস্যাকে চিকিৎসাশাস্ক্রীয় ভাষায় বলা হয় ওমফ্যালাইটিস। এর প্রতিকার হিসাবে ডাক্তাররা রোগীকে উপযুক্ত অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন।
শল্যচিকিৎসা
সম্পাদনানিরাপত্তামূলক ব্যবস্থা
সম্পাদনাসমাজ ও সংস্কৃতি
সম্পাদনানাভির নিচে শাড়ী
সম্পাদনাপ্রাচীন চিত্রকলায় দৃশ্যমান নাভি সহ অনাবৃত পেটের নারীদেহ প্রায়শঃ দেখা যায়। তবে ভারতীয় সংস্কৃতিতে নারীরা শাড়ী সাধারণতঃ এমনভাবে পরে যেন নাভি ঢেকে থাকে। তবে বিংশ শতাব্দীর মধ্যভাগের শুরুর দিকে নাভির নিচে শাড়ী পরার ফ্যাশন চালু হয়। ধনী পরিবারের কিছু মেয়ে, অভিনেত্রী ও মডেলদের মধ্যে শুরু হলেও নাভির নিচে শাড়ী পরা বিস্তার লাভ করে। এটা শুধু নাভিকে অনাবৃত করার জন্য নয়, পেটের যতটা সম্ভব দৃশ্যমান রাখার জন্যও অনেকে শাড়ী অনেক নামিয়ে পরতে শুরু করে।
যৌন তাৎপর্য
সম্পাদনানাভির প্রতি যৌনাকর্ষণ এক প্রকারের বস্তুকাম হিসেবে পরিগণিত। তবে পর্যবেক্ষণ বিজ্ঞানী ডেসমণ্ড মরিস-এর মতে অনেক পুরুষের কাছে নাভি নারীর যোনীর প্রতীক। আর তাই নাভির যৌনাকর্ষণ রয়েছে।
তান্ত্রিক সাধনা ও নাভি
সম্পাদনাতন্ত্র সাধনায় বিশ্বাস করা হয় যে, মানুষের মধ্যে জীবাত্মা ঘুমন্ত থাকে এবং সাধানার মাধ্যমে তাকে জাগাতে হয়। এই প্রক্রিয়ায় নাভিমূলের ভূমিকা রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলেছেন, ‘‘যখন সংসারে মন থাকে, তখন, লিঙ্গ, গুহ্য ও নাভি মনের বাসস্থান, মনের চতুর্থ ভূমি হৃদয়, তখন প্রথম চৈতন্য হয়েছে। তখন আর নিচের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে, তার ঈশ্বরীয় কথা বই অন্য কোনও কথা শুনতে বা বলতে ভাল লাগে না। মনের ষষ্ঠ ভূমি কপাল। সেখানে অহর্নিশি ঈশ্বরীয় রূপ দর্শন হয়। শিরোদেশে সপ্তম ভূমি। সেখানে মন গেলে ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন মেলে।’’ তন্ত্র-সাধনার উদ্দেশ্য হলো মানব মনকে নাভি সহ প্রথমোক্ত তিন অধিষ্ঠান থেকে মুক্ত করা। এর জন্য সর্বাগ্রে প্রয়োজন মনঃসংযম । তন্ত্র সাধনায় নাভি-চক্রকে মনিপুর বলা হয়ে থাকে।
গ্যালারি
সম্পাদনা-
উভয় কার্লসন যমজের একটি ঘূর্ণায়মান নাভি রয়েছে
-
একটি টি-আকৃতির নাভি
-
একটি ওটিই অনেক বৈচিত্র
-
একটি ইনি নাভি
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাগ্রন্থপঞ্জি
সম্পাদনা- Moreau, Corrie S.; Hulcr, Jiri; Latimer, Andrew M.; Henley, Jessica B.; Rountree, Nina R.; Fierer, Noah; Lucky, Andrea; Lowman, Margaret D.; Dunn, Robert R. (২০১২)। "A Jungle in There: Bacteria in Belly Buttons are Highly Diverse, but Predictable"। PLoS ONE। 7 (11): e47712। ডিওআই:10.1371/journal.pone.0047712। পিএমআইডি 23144827। পিএমসি 3492386 । বিবকোড:2012PLoSO...747712H।
- Gabriele, Raimondo; Conte, Marco; Egidi, Federico; Borghese, Mario (২০০৫)। "Umbilical metastases: current viewpoint"। World Journal of Surgical Oncology। 3 (1): 13। ডিওআই:10.1186/1477-7819-3-13। পিএমআইডি 15723695। পিএমসি 552325 ।
- Piskun, Gregory; Rajpal, Sanjeev (১৯৯৯)। "Transumbilical Laparoscopic Cholecystectomy Utilizes No Incisions Outside the Umbilicus"। Journal of Laparoendoscopic & Advanced Surgical Techniques। 9 (4): 361–4। ডিওআই:10.1089/lap.1999.9.361। পিএমআইডি 10488834।
- Craig, Stefan B.; Faller, Mary S.; Puckett, Charles L. (২০০০)। "In Search of the Ideal Female Umbilicus"। Plastic and Reconstructive Surgery। 105 (1): 389–92। ডিওআই:10.1097/00006534-200001000-00062। পিএমআইডি 10627008।
- "New meaning to 'navel-gazing': Scientists study belly button bacteria"। Body Odd। NBC News। এপ্রিল ১৪, ২০১১। ডিসেম্বর ২৬, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩০, ২০১৬।
- "Belly Button Biodiversity Project"। ৩০ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৯।