আমেরিক্যান ক্যাম্প

দিনাজপুরের একটি গ্রাম

আমেরিক্যান ক্যাম্প বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গ্রাম। গ্রামটি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত।[১]

আমেরিক্যান ক্যাম্প
গ্রাম
আমেরিক্যান ক্যাম্প বাংলাদেশ-এ অবস্থিত
আমেরিক্যান ক্যাম্প
আমেরিক্যান ক্যাম্প
বাংলাদেশের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৪০′ উত্তর ৮৮°৫৫′ পূর্ব / ২৫.৬৭° উত্তর ৮৮.৯১° পূর্ব / 25.67; 88.91
দেশবাংলাদেশ
বিভাগরংপুর
জেলাদিনাজপুর
জেলাপার্বতীপুর
ইউনিয়ন৩ নং রামপুর
ওয়ার্ড নং
সরকার
 • ধরনইউনিয়ন পরিষদ
জনসংখ্যা (২০১১)
 • মোট১,১৩৫
ভাষা
 • দাপ্তরিকবাংলা, ইংরেজি
 • আঞ্চলিকরংপুরী
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+০৬:০০)
পোস্ট কোড৫২৫০

জন উপাত্ত সম্পাদনা

আমেরিক্যান ক্যাম্প গ্রামের জনসংখ্যা প্রায় ১,১৩৫। এর মধ্যে ৫৭৩ জন পুরুষ এবং ৫৬২ জন মহিলা।

সংস্কৃতি সম্পাদনা

আমেরিক্যান ক্যাম্প গ্রামের প্রায় ৪০% অধিবাসী বিদ্যুৎ সরবরাহ লাভ করে না। গ্রামে "আমেরিক্যান ক্যাম্প জামে মসজিদ" নামে একটি মসজিদ, একটি "ইদগাহ ময়দান", একটি খেলার মাঠ ও আশেপাশে পাঁচটি পুকুর রয়েছে। পশ্চিম দিকে একটি বাইপাস সড়ক আমেরিক্যান ক্যাম্প গ্রামকে সরকারপাড়া গ্রামের সাথে যুক্ত করেছে। ভ্যান, সাইকেল ও মোটরসাইকেলের মাধ্যমে গ্রামে যাতায়াত করা যায়।

শিক্ষা সম্পাদনা

আমেরিক্যান ক্যাম্প গ্রামের শিক্ষার হার পুরুষ ৪০% ও মহিলা ৩০%। গ্রামে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় না থাকলেও ব্র‍্যাক পরিচালিত একটি বিদ্যালয় রয়েছে। তবে আমেরিক্যান ক্যাম্প গ্রামের শিক্ষার্থীদের ঝরে-পড়ার হার উদ্বেগজনক। পার্বতীপুর টেকনিক্যাল ও অ্যাগ্রিকালচার কলেজ আমেরিক্যান ক্যাম্প গ্রামেই অবস্থিত।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রামপুর ইউনিয়ন: গ্রামসমূহের তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। বাংলাদেশ সরকার। ২৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা