আমেরিকান সোসাইটি অফ হেলথ-সিস্টেম ফার্মাসিস্ট

আমেরিকান সোসাইটি অফ হেলথ-সিস্টেম ফার্মাসিস্টদের জন্য একটি পেশাদার সংস্থা যা সেই সকল ফার্মাসিস্টদের প্রতিনিধিত্ব করে যারা তীব্র ও অতীব-জরুরি সেবা দিয়ে থাকে। এই সংস্থাটিতে ফার্মাসিস্ট, শিক্ষার্থী এবং ফার্মাসিউটিক্যাল টেকনিশিয়ান সহ প্রায় ৪৫,০০০ কর্মী কর্মরত রয়েছ। ৭৫ বছরের বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানটি সেবা দিয়ে চলেছে, যার মূল লক্ষ্য রোগীদের ঔষধজনিত নিরাপত্তা দেওয়া।

আমেরিকান সোসাইটি অফ হেলথ-সিস্টেম
সংক্ষেপেএ.এস.এইচ.পি.
নীতিবাক্যস্বাস্থ্যসেবা, অগ্রগতি, ফার্মাসিস্ট
গঠিত১৯৪২
ধরনপেশাদার সমিতি
সদরদপ্তরবেথেসডা, মেরিল্যান্ড
যে অঞ্চলে
মার্কিন যুক্তরাষ্ট্র
ক্ষেত্রসমূহঔষধ প্রস্তুতি ও ব্যবহার বিজ্ঞান
সদস্যপদ (২০১৮)
৪৫,০০০[]
পল ডব্লিউ. আম্ব্রামোয়িটজ[]
প্রেসিডেন্ট
ক্যাথলিন পাওলিচকি
নির্বাচিত প্রেসেডেন্ট
থমাস জে. জনসন
ওয়েবসাইটhttps://www.ashp.org/
প্রাক্তন নাম
আমেরিকান সোসাইটি অফ হস্পিটাল ফার্মাসিস্টস

ইতিহাস

সম্পাদনা

১৯৩৯ নাগাদ, আমেরিকান ফার্মেসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এরএকটি উপ সংগঠন গঠিত হয় যা হাসপাতাল ফার্মাসিস্টদের একটি সমিতি ছিল এবং এর প্রভাব বেশ ব্যাপক ছিল। ১৯৪২ সালে এই প্রতিষ্ঠানটি স্‌বকীয় ভাবে আত্‌ম্প্রকাশ করে যা আমেরিকান ফার্মেসিউটিক্যাল অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ছিল। পরবর্তীতে ১৯৪৭ সালে আমেরিকান সোসাইটি অফ হেলথ-সিস্টেম ফার্মাসিস্ট নামে সংগঠনটি আমেরিকান ফার্মেসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এর সহযোগিতায় স্থায়ীভাবে কর্মচারী নিয়োগ শুরু করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Our History"ASHP। ২৮ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মে ২০২০ 
  2. "ASHP Board of Directors"ASHP