আমার লেনিন ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত একটি সাদা কালো তথ্যচিত্র। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক পরিচালিত, এই তথ্যচিত্রটি ভ্লাদিমির লেনিনের জন্ম শতবর্ষ (১৯৭০) উপলক্ষে নির্মিত হয়।[১] বস্তুত তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যেই এই তথ্যচিত্র নির্মাণ হয়।[২][৩]

আমার লেনিন
পরিচালকঋত্বিক ঘটক
প্রযোজকসুমনা ফিল্মস
চিত্রনাট্যকারঋত্বিক ঘটক
শ্রেষ্ঠাংশেঅরুণ কুমার
সুরকারজ্যোতিরিন্দ্র মৈত্র ও বিনয় রায়
চিত্রগ্রাহকধ্রুবকুমার বসু ও শক্তি বন্দ্যোপাধ্যায়
দেশভারত
ভাষাবাংলা

'আমার লেনিন' মূলত লেনিন এবং সাম্যবাদ সংক্রান্ত ঋত্বিক ঘটকের নিজস্ব চিন্তাভাবনা এবং মতামতের ওপর ভিত্তি করে তৈরি হয়। তবে সাময়িকভাবে এই তথ্যচিত্রটি ভারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

প্রাথমিক সমস্যা সম্পাদনা

ছবিটি তৈরির পরে, সোভিয়েত ইউনিয়ন, গণপ্রজাতন্ত্রী পোল্যান্ডের মতো দেশ ছবিটি তাঁদের দেশে দেখানোর জন্য ঋত্বিক ঘটকের সাথে যোগাযোগ করে। তবে ভারতের জাতীয় চলচ্চিত্র সেন্সরশিপ বোর্ডে চলচ্চিত্রটি উত্থাপিত হলে, তখন সেন্সর বোর্ড অনুমতি না দিয়ে চলচ্চিত্রটি নিষিদ্ধ করে দেয়। চলচ্চিত্রটি সেন্সরশিপ বোর্ডের কাছ থেকে পাস করানোর জন্য ঋত্বিক ঘটক ও তাঁর দলকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। এমনকি এই সমস্যার নিষ্পত্তির জন্য ঋত্বিক ঘটক ইন্দিরা গান্ধীর সাথে ব্যক্তিগতভাবে দেখা করেছিলেন।[৪]

অভিনেতা এবং কলাকুশলী সম্পাদনা

  • প্রযোজনা : সুমনা ফিল্মস
  • পরিচালনা ও চিত্রনাট্য: ঋত্বিক ঘটক
  • চিত্রগ্রাহক : ধ্রুব কুমার বসু এবং শক্তি বন্দ্যোপাধ্যায়।
  • সংগীত পরিচালনা : জ্যোতিরিন্দ্র মৈত্র এবং বিনয় রায়
  • গায়ক : প্রীতি বন্দ্যোপাধ্যায়, বিনয় রায়, মন্তু ঘোষ, অনিমা দাশগুপ্ত, রেবা রায় চৌধুরী।
  • অভিনয়ে : অরুণ কুমার প্রমুখ।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাজাগোপালন, সুধা (২০০৮)। Indian Films in Soviet Cinemas : the culture of movie-going after Stalin. (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ৯২। আইএসবিএন 978-0-253-22099-8 
  2. "40th Annual Conference on South Asia" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। সেন্টার ফর সাউথ এশিয়া ইউনিভার্সিটি অফ উইসকনসিন - ম্যাডিসন। পৃষ্ঠা ২৫। ১৮ আগস্ট ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১২ 
  3. "RÉTROSPECTIVE RITWIK GHATAK du 1er au 15 juin 2011" (ফরাসি ভাষায়)। Dossier de presse। পৃষ্ঠা ৯। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১২ 
  4. ঘটক, রত্বিকাকুমার (২০০৫)। চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু (১ সংস্করণ)। দে'জ পাবলিশিং। পৃষ্ঠা ৩০৯। আইএসবিএন 81-295-0397-2